৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণিতে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করার নির্দেশ

২০২২ সালে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর সফটওয়্যারে নিষ্ক্রিয় করার নির্দেশনা প্রদান করেছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর স্কীম উপপরিচালক ও ডিডিও শ.ম সাইফুল আলম; ০৯ মে ২০২২ অফিসিয়াল সাইটে ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণিতে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করার নির্দেশনা বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

এই নির্দেশনার আলোকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতায় উপবৃত্তি তালিকাভুক্ত ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২২ সালের বিভিন্ন কারণে উপবৃত্তির প্রাপ্তির জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে তাদের সফটওয়্যারে স্ট্যাটাস পরিবর্তন করে নিষ্ক্রিয় করে দিতে হবে।

প্রতিষ্ঠান প্রধানগণকে আগামী ২৪ মে ২০২২ তারিখের মধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর সফটওয়্যারে লগইন করে অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করার কাজটি সম্পন্ন করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির উপবৃত্তি প্রাপ্তির অযােগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়-

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির ডুপ্লিকেট, বিবাহিত, নিখোঁজ, কর্মসূচির বাহিরে বদলি, মৃত্যু ইত্যাদি কারণে উপবৃত্তি প্রাপ্তির অযােগ্য শিক্ষার্থীদের স্টাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ বিষয়ে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করার জন্য অনুরােধ করা হলাে:

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির জানুয়ারি থেকে জুন ২০২২ কিস্তির উপবৃত্তি বিতরনের জন্য বর্ণিত কারণে অযোগ্য শিক্ষার্থীদের HSP-MIS এ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ০৫ মে ২০২২ তারিখ থেকে ২৪ মে ২০২২ তারিখের মধ্যে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ করতে হবে।

শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তন করে নিষ্ক্রিয় করার নিয়মাবলী:

১. মেনুবারে “উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী” বাটনে ক্লিক করুন।

২. “শিক্ষার্থী স্ট্যাটাস পরিবর্তন” বাটনে ক্লিক করুন।

৩. ‘খুঁজুন বাটনে ক্লিক করুন।

৪. যে সকল শিক্ষার্থী অযােগ্য তাদের “সম্পাদন” (কলম আইকন) বাটনে ক্লিক করুন।

৫. “শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস” অপশনে ড্রপডাউন বক্সে “নিষ্ক্রিয়” অপশন সিলেক্ট করতে হবে।

৬. স্ট্যাটাস পরিবর্তনের কারণ অর্থাৎ ডুপ্লিকেট, বিবাহিত, নিখোঁজ, কর্মসূচির বাহিরে বদলি, মৃত্যু ও অন্যান্য কারণে ঝরে পড়ার কারণ সিলেক্ট করতে হবে।

৭. পরবর্তীতে মন্তব্যের ঘরে নিষ্ক্রিয়করণের কারণ (ডুপ্লিকেট/বিবাহিত/নিখোঁজ/কর্মসূচির বাহিরে বদলি/মৃত্যু ও অন্যান্য) উল্লেখ করতে হবে।

৮. সর্বশেষ সংরক্ষণ’ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।

ভুলক্রমে শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তন হলে সক্রিয় করার নিয়মাবলী:

১. মেনুবারে “উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী” বাটনে ক্লিক করুন।

২. “শিক্ষার্থী স্ট্যাটাস পরিবর্তন” বাটনে ক্লিক করুন। > “শিক্ষার্থীর অবস্থা” বাটনে “নিষ্ক্রিয়” অপশন নির্বাচন করুন।

৩. “খুঁজুন” বাটনে ক্লিক করুন।

৪. যে সকল শিক্ষার্থী যােগ্য তাদের সম্পাদন” (কলম আইকন) বাটনে ক্লিক করুন।

৫. “শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস” অপশনে ড্রপডাউন বক্সে শিক্ষার্থীর তথ্য “সষ্ক্রিয় করুন।

৬. সর্বশেষ “সংরক্ষণ” বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।

সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক অযােগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয়করণের বিষয়টি নিশ্চিতকরণসহ মনিটরিং করবেন। উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে উপবৃত্তি প্রাপ্তির অযোেগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করতে ব্যর্থ হলে সৃষ্ট যে কোন সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

নিচের ছবিতে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির উপবৃত্তি প্রাপ্তির অযােগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন

৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণিতে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করার নির্দেশনাটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন

৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণিতে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করার নির্দেশনাটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *