শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন পুনরায় চালু
মহামারী করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ থেকে বাঁচাতে দেশের বেসরকারি স্কুল সমূহের ম্যানেজিং কমিটি এবং কলেজসমূহের গভর্নিং বডি নির্বাচন ১৮ মার্চ ২০২০ তারিখে স্থগিত করা হয়েছিল। শিক্ষা বোর্ড সমূহ পুনরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বোর্ডের নির্বাচন পুনরায় চালু করেছে।
নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি / ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচন প্রসঙ্গে শিক্ষা-বোর্ড-সমূহ নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অত্র বাের্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার/রিটার্নিং কর্মকতরি অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, সূক্তে স্মারকে মন্ত্রণালয়ের নির্দেশ মােতাবেক ১৮/০৩/২০২০খ্রি. হতে কোভিড়-১৯ মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘােষণা করায় অত্র বাের্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চালু হওয়ায় প্রবিধানমালা-২০০৯ এর বিধি ১২ থেকে প্রবিধি ২৮ পর্যন্ত দফাগুলাে অনুসরণপূর্বক উক্ত প্রবিধানমালার প্রবিধি ৪ মােতাবেক গভর্নিংবডি এবং প্রবিধি ৭ ও ৮ মােতাবেক ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো।
Intermediate and Secondary Education Board 1961 (E.P. Ord. No XXXIII of 1961) এর Section II এর ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলাে।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- অনলাইনে সকল শিক্ষাবোর্ড অ্যাসাইনমেন্ট নম্বর এন্ট্রি পদ্ধতি ও নির্দেশনা
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।