লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন – ৭ম শ্রেণি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ সপ্তম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৫ম এসাইনমেন্ট লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা নিয়ে আলোচনা করবো; ৭ম শ্রেণি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ৫ম এসাইনমেন্ট এর লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা দেখো এবং নিজের মত করে লিখে নাও-
লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা হলো
১. পূজার স্থান:
সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজার লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয়।
আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে লক্ষ্মী পূজা করা হয়। এ লক্ষ্মী পূজা কোজাগরী পুজা নামে পরিচিত।
২. দেবীর প্রতিমা:
দেবী লক্ষ্মী শ্রী হিসেবে অভিহিত। কেননা তিনি সৌন্দর্য স্নিগ্ধতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিনী। দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং দুই হাত বিশিষ্ট।
তিনি পদ্ম ফুলের উপর উপবিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রং ধূসর, সাদা, উজ্জ্বল হলুদ ও নীলাভ হয়ে থাকে। শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী ও সম্পদের দেবী।
আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর আর এই সম্পদ গুলোর মধ্যে রয়েছে ভূমি, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা, শুদ্ধতা ইত্যাদি।
৩. উপাচার সমূহ:
উপাচার শব্দের অর্থ উপকরণ: লক্ষী পুজা পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শোপচারে করা হয়ে থাকে।
পূজার মৌলিক নীতি হিসেবে দেবী লক্ষ্মীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রনাম মন্ত্র পাঠ করা হয়।
৪. পূজা পদ্ধতি:
যেকোনো পূজা করতে পূজা বিধি অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজার পদ্ধতি হিসেবে শুদ্ধ আসনে আজ মন থেকে শুরু করে পঞ্চ দেবতার পূজা করতে হয়।
অতঃপর লক্ষীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে লক্ষ্মী পূজা করা হয়।
৫. পুষ্পাজতলীর মন্ত্র:
ওঁ নমস্তে সর্বভূতানাং বারদাসি হরিপ্রিয়ে
যা গতিস্তৎ প্রান্রানাং, সা মে ভূয়াত্ত্বদর্চনাৎ
সরলার্থ: হে হরি প্রিয়া, তুমি সকলের বড় দিয়ে থাকো। তোমার আশ্রিতদের যে গতি হয়, তোমার অর্চনার দ্বারা আমারও যেন তা হয়। তোমাকে নমস্কার।
৬. লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব:
প্রতিটি হিন্দু পরিবারের লক্ষ্মী পূজা করা হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষ আয়োজনে এ পূজা করা হয়। লক্ষীদেবী ধন সম্পদ দান করেন। পূজার মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর উপর বিশ্বাস স্থাপিত হয়। লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব ও পূজা রিকে অশান্ত করে তোলে।
এই ছিল তোমাদের ৭ম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৫ম এসাইনমেন্ট এর উত্তর লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন;
৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:
-
- ১. বিজ্ঞান: তাপ ও তাপমাত্রা আদ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব
- ২. গণিত: ৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
- ৩. ইসলাম ও নৈতিক শিক্ষা: আখলাকে হামিদাহর গুরুত্বপূর্ণ গুণটির ব্যাখ্যা
- ৪. হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা: লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন – ৭ম শ্রেণি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে [Join Now]
আপনার জন্য আরও কিছু তথ্য:
-
মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত
-
৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব ও পূজা রিকে অশান্ত করে তোলে।
এখানে অশান্ত না শান্ত হবে
লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব ও পূজারীকে শান্ত করে তোলে।