মূলা, শালগম, আদা, কাচা হলুদ, পেয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ করে এদের মুল ও কান্ডের প্রকৃতি চিহ্নিত চিত্র অঙ্কন
মূলা, শালগম, একখন্ড আদা, একখন্ড কাচা হলুদ, পেয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ কর। এদের মুল ও কান্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নােট কর এবং তােমার কথার স্বপক্ষে যুক্তি দাও। সপ্তম শ্রেণীর দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান।
অ্যাসাইনমেন্ট: মূলা, শালগম, একখন্ড আদা, একখন্ড কাচা হলুদ, পেয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ কর। এদের মুল ও কান্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নােট কর এবং তােমার কথার স্বপক্ষে যুক্তি দাও;
নির্দেশনা: রুপান্তরিত মূল ও কান্ড সম্পর্কে ধারণা নিতে হবে;
মুলা, শালগম, একখন্ড আদা, একখন্ড কাচা হলুদ, পিঁয়াজ, রসুন, মিষ্টি আলু এর মূল ও কান্ড সনাক্ত করার জন্য এসব সংগ্রহ করলাম।
নিম্নে এদের চিহ্নিত চিত্র অংকন এবং যুক্তি উপাস্থাপন করা হলো-
![](https://banglanotice.com/wp-content/uploads/2021/08/class-6-12th-science.jpg)
মুলাঃ চিত্র হতে দেখতে পাওয়া যায় মুলার প্রধান মূলটি হলো মোটা ও রসাল। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু। অতএব মুলা এর মূল হলো মূলাকৃতির মূল যা খাদ্য সঞ্চয় করে।
শালগমঃ শালগম এর মূলের চিত্রানুযায়ী প্রধান মূলটির উপরের অংশ গোলাকার এবং নিচের অংশ সরু। আর এই কারণে এটি শালগমাকৃতির মূল।
আদা ও হলুদঃ আদা ও হলুদের কাণ্ড সমান্তরাল বা খাড়াভাবে মাটির নিচে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। তাই এসবের কান্ড রাইজোম জাতীয়।
পিঁয়াজ ও রসুনঃ পেঁয়াজ ও রসুনের কান্ড কন্দ প্রকৃতির। কারণ চিত্রানুসারে এদের কান্ডটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল। তাছাড়াও এদের পর্ব ও পর্বমধ্যগুলো সংকুচিত।
মিষ্টি আলুঃ মিষ্টি আলুর মূল হলো কন্দাল ও জনন মূল। আমরা জানি মিষ্টি আলুর মূল কখনো কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়। পাশাপাশি এর মূল প্রজননেও অংশগ্রহণ করে থাকে। আর এ থেকেই বুঝা যায়, মিষ্টি আলুর মূল কন্দাল ও জনন মূল।
বন্ধুরা এই ছিল তোমাদের জন্য ৭ম শ্রেণি দ্বাদশ সপ্তাহ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট মূলা, শালগম, একখন্ড আদা, একখন্ড কাচা হলুদ, পেয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ কর। এদের মুল ও কান্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নােট কর এবং তােমার কথার স্বপক্ষে যুক্তি দাও এর উত্তর দেওয়া হল।
উত্তর সংগৃহিত
সকল স্তরের সব সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহের বাছাই করা উত্তরসমূহ দেখার জন্য নিচের বাটনে ক্লিক করে বাংলাদেশের সেরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য পাওয়ার গ্রুপে যোগ দিন। এখানে দেশের সকল প্রান্তের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিয়মিত আলোচনার মাধ্যমে তাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করছেন।
সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে একটি সেরা এসাইনমেন্ট তৈরি করার জন্য সুযোগটি গ্রহণ করুন আপনিও-
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।