মাধ্যমিক স্কুলের অনলাইন ক্লাস এর রিপোর্ট প্রেরণের নমূণা ছক ডাউনলোড
মাধ্যমিক স্কুলের অনলাইন ক্লাস এর রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; মাধ্যমিক স্কুলের অনলাইন ক্লাস সংক্রান্ত রিপোর্ট প্রেরণের নমূনা ফরম্যাট ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস সংক্রান্ত তথ্য প্রেরণ করার জন্য নির্ধারিত ছক ব্যবহার করতে হবে; এবং অধিদপ্তরের নির্দেশিত নিয়মে ইমেইল প্রেরণ করতে হবে।
অনলাইন ক্লাস সংক্রান্ত রিপোর্ট এর নমূনা ছক পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাটে দেওয়া হল; আপনার পছন্দের ফরম্যাট টি ডাউনলোড করে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন;
তবে ওয়ার্ড ফরম্যাট টি পাসওয়ার্ড প্রোটেকটেড। ফাইল খোলা ও ব্যবহার করার জন্য আপনার আমাদের ফেসবুক পেইজে যোগদান করে মেসেজ করে শর্তপূরণ সাপেক্ষে পাসওয়ার্ড প্রদান করা হবে।
পাসওয়ার্ড পাওয়ার পর আপনি ফাইলটি কম্পিউটারের মাধ্যমে এডিট ও ব্যবহার করতে পারবেন;
Online Class Report for HighSchool
Online Class Report for HighSchool
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন
অনলাইন ক্লাসের এই ফরমটি আপনার প্রতি মাসের ০৩ তারিখের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেরণ করতে হবে;
ফরমে যেসকল তথ্য দিতে হবে-
১. শ্রেণি ভিত্তিক অনলাইন ক্লাসের সংখ্যা,
২. বিষয় ভিত্তিক ক্লাসের সংখ্যা;
৩. অনলাইন ক্লাস করার জন্য নির্ধারিত রুটিন আছে কিনা;
৪. ক্লাস নেওয়ার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ রয়েছে;
৫. কোন চ্যালেঞ্জ থাকলে তা উত্তোরণের উপায় নিয়ে আপনার মতামত উপস্থাপন করতে হবে;
রিপোর্টটি পূরণ করার পর নির্ধারিত নিয়মে ও নির্ধারিত তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করতে হবে।