দুটি বস্তু একই সময়ে মাটিতে পড়ার পর অভিকর্ষজ ত্বরন ও ভরের প্রভাব
২০২১ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির কোমলমতী শিক্ষার্থীরা, আশা করছি সুস্থ আছো। কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৫তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাউশি অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করবো অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান- দুটি বস্তু একই সময়ে মাটিতে পড়ার পর অভিকর্ষজ ত্বরন ও ভরের প্রভাব।
অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট :
একটি কাগজ ও একটি ছােট ভারী বল নিয়ে এই পরীক্ষণটি সম্পন্ন করাে।
- ১) প্রায় ১০ ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও ও কী ঘটছে লক্ষ্য করাে।
- ২) কাগজটিকে মুড়িয়ে একটি গােল বলের মতাে তৈরি করাে এবং বস্তুদুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করাে। কারণ বিশ্লেষনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করাে। সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যেক্ষণ ধারাবাহিকভাবে লিখ।
সংকেতঃ
- ক) উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা, কারণ বিশ্লেষণ, অভিকর্ষজ ত্বরনে ও ভরের প্রভাব।
- খ) মহাকর্ষ ও অভিকর্ষ সুত্রের সঠিক ব্যবহার।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
১. এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের সকল পাঠ সম্পন্ন করতে হবে।
২. প্রয়ােজনে অন্যের সাহায্য নিতে হবে।
অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান
একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে পরীক্ষণটি সম্পন্ন করণ :
১) প্রায় ১০ ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দেওয়া হলো ও যা ঘটছে তা নিচে লেখা হলোঃ
এখানে দেখা যাচ্ছে, বল ও কাগজ পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে। বলটি মাটিতে আগে পড়েছে। নিচে এর কারন ব্যাখ্যা করা হলো-
মহাকর্ষ
মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ বিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।
মহাকর্ষ সূত্র :
মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এ আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
মহাকর্ষের ধারনা থেকে বলা যায়,,পৃথিবী ও বল/কাগজের টুকরার মধ্যে একটি আকর্ষণ বিদ্যমান যার কারনে এটা মাটিতে পড়ল।তা হলো মহাকর্ষ। আর এটি নির্ভর করে যার ভর বেশি সেটি আগে পড়বে। কারন- F ~m1m2 সূত্রে হতে বলা যায়, বলের ভর কাগজের তুলনায় বেশি হওয়ার এটি আগে পড়েছে।
অভিকর্ষ
আমরা ইতোমধ্যে দেখেছি যে, এ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষ। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ।
যার কারনে পৃথিবী কাগজের টুকরো ও বল কে নিজের দিকে আকর্ষণ করতেছে। F=mg; ভর, m হলে, বলা যায়, বস্তুর ভর বাড়লে আকর্ষন বাড়বে। যার কারনে বলের ভর কাগজের টুকরো তুলনায় বেশি হওয়ায় বল টি আগে পড়বে। মহাকর্ষ ও অভিকর্ষের মাধ্যমে ব্যাখ্যা করা হলো।
২. কাগজটিকে মুড়িয়ে বলের মতো করা হলে পরীক্ষণের ফলাফল বিশ্লেষণঃ
প্রথম ক্ষেত্রের মতো দ্বিতীয় ক্ষেত্রেও বলটি আগে পড়বে,কাগজ মুড়ানো বলটি পরে পড়বে।উপরে কাগজের ক্ষেত্রে তা বিশ্লেষণ করা হয়েছে।
পর্যবেক্ষণ :
এখানে দেখা যাছে, বলটির ভর কাগজের ভরের বেশি হওয়ায় বল টি কাগজটির আগে মাটিতে পড়ছে। ১ম ক্ষেত্রে কাগজটি মাটিতে পড়তে যে সময় নিয়েছিল ২য় ক্ষেত্রে একটু কম নিয়েছে কারন কাগজটি তখন মুড়ানো ছিল। সুতরাং, ঘটনা থেকে বলা যায় অভিকর্ষ বল বস্তুর ভরের উপর নির্ভর করে। ভর বাড়লে অভিকর্ষ বল বাড়বে, যার কারণে তা আগে মাটিতে পড়বে।
এটিই তোমাদের অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান- দুটি বস্তু একই সময়ে মাটিতে পড়ার পর অভিকর্ষজ ত্বরন ও ভরের প্রভাব।
আরো দেখুন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।