এসএসসি পরীক্ষা ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা
২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা। দেশের সকল সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় সমূহের দশম শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয় ১৮ আগস্ট ২০২১। এসএসসি পরীক্ষা ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা পিডিএফ আকারে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য প্রকাশ করা হলো।
অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২০২১ সালের দশম শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সপ্তাহের এসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে ১৮ আগস্ট থেকে এবং শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ম অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে ২৫ আগস্ট ২০২১ তারিখের মধ্যে।
এসএসসি পরীক্ষা ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের বিভাগীয় আবশ্যিক বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে ষষ্ঠ সপ্তাহে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের বিভাগীয় আবশ্যিক বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। বিজ্ঞান বিভাগের জন্য রসায়ন, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য হিসাববিজ্ঞান এবং মানবিক বিভাগের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
SSC 2022 6th Week Assignment
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান প্রসঙ্গে প্রদানকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়-
কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রদানকৃত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কোন বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত অনুযায়ী সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো।
বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি নিষেধ যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ করে অনুরোধ করা হল।
একনজরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ
নিচের টেবিলে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত বিষয়সমূহ এর প্রশ্ন সমাধান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী উল্লেখ করা হলো।
তোমার কাঙ্খিত বিষয়ের পাশে থাকা প্রশ্ন বিস্তারিত দেখুন বাটনে ক্লিক করে ২০২২ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও সমাধান সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিতে পারো।
শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রদানকৃত অ্যাসাইনমেন্ট সমূহের বিষয়ভিত্তিক শিরোনাম সমূহ উল্লেখ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা খুব ভালোভাবে এসাইনমেন্ট সম্মান না করতে পারে।
[ninja_tables id=”10682″]6th Week Assignment for SSC 2022
ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা: সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাস এর ভূমিকা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রণয়ন
হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা: সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ের কাজ কর্ম এবং শ্রীরামচন্দ্র সম্পর্কে আলোচনা নিয়ে একটি নিবন্ধ রচনা।
খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা: মানবজাতির মুক্তির পথে বাধা বিঘ্ন তা সত্বেও, খ্রীষ্টের জীবনাদর্শ বিশ্লেষণ বা অনুসরণ পূর্বক মুক্তির সন্ধানে করণীয় নিরূপণ
বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা: সিদ্ধার্থ গৌতম এর জন্ম বৃত্তান্ত ও বুদ্ধত্ব লাভের তাৎপর্য বিশ্লেষণ
রসায়নঃ পরীক্ষাগারে রাসায়নিক দ্রব্যাদি নিয়ে কাজ করার সময় বিদ্যালয়ের ল্যাবরেটরির নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করা উপায় সংক্রান্ত পরিকল্পনা
হিসাববিজ্ঞানঃ লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণের প্রভাব নিরূপণ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঃ ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করে উপাদান চিহ্নিতকরণ এবং বিশ্লেষণপূর্বক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা
এসএসসি পরীক্ষা ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা পিডিএফ ডাউনলোড
শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুবিধার্থে বাংলা নোটিশ এর পরিবারের পক্ষ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিভাগভিত্তিক আলাদা করে পিডিএফ দেওয়া হল।
বিভাগভিত্তিক ২০২২ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করার জন্য আপনার কাঙ্খিত বিভাগের বাটনের উপর ক্লিক করুন তারপর খুব সহজে তা প্রিন্ট করে নিন।
(বিভাগ ভিত্তিক আলাদা পিডিএফ তৈরির কাজ চলছে, দয়া করে অপেক্ষা করুন। অথবা চাইলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে একসাথে ডাউনলোড করে নিতে পারেন)
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: হিসাব বিজ্ঞান, বিষয় কোড: ১৪৬; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম:
অ্যাসাইনমেন্ট:
“লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণে এর প্রভাবনিরূপণ”
সহায়ক তথ্য: একটি একমালিকানা ব্যবসায়ের ২০২০ সালের মে মাসের কয়েকটি ঘটনা নিম্নরূপ
মে ১: ১,৯৫,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করা হলাে;
মে ৩: নগদে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা;
মে ৪: চেকে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা;
মে ১০: ব্যাংকে একটি হিসাব খােলা হলাে ৫,০০০ টাকা;
মে ১৩: ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হলাে;
মে ১৬: বিমা প্রিমিয়াম প্রদান করা হলাে। ৩,০০০ টাকা;
মে ২০: অফিসে ব্যবহারের জন্য ১টি কম্পিউটার ক্রয় করা হলাে ৩৫,০০০টাকা;
মে ২২: ১২,০০০ টাকা মাসিক বেতনে একজন অফিস সহকারী নিয়ােগ করা হলাে;
মে ২৫: হারুন ট্রেডার্সকে চেকে পরিশােধ করা হলাে;
মে ২৮: মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন ৫,০০০ টাকা;
মে ৩০: অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা;
শিখনফল/বিষয়বস্তুধ:
লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারব;
লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারব;
হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারব;
হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারব;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
• লেনদেনের ধারণা; • লেনদেনের প্রকৃতি/বৈশিষ্ট্য; •লেনদেন চিহ্নিতকরণ; • হিসাব সমীকরণ; • হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিশ্লেষণ;
এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান; বিষয়: রসায়ন, বিষয় কোড: ১৩৭; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম:
অ্যাসাইনমেন্ট:
রাসায়নিক গুদাম থেকে প্রায়ই দুর্ঘটনার কথা শােনা যায়। এ ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত আগুনের সংস্পর্শে রাসায়নিক দ্রব্যটি আসার কারণে। রাসায়নিক দ্রব্যাদির যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে এ ধরনের দুর্ঘটনায় জানমালের প্রচুর ক্ষতি হয়। আমরা যখন পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি তখনাে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ প্রেক্ষিতে তােমার বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রােধ করার উপায় সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন;
শিখনফল/বিষয়বস্তু:
১। রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
২। প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলি রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করব;
নির্দেশনা/সংকেত:
১। ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণের বর্ণনা;
২। রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা;
৩। ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্যেকে নিরাপদ উপায়ে সাজানাের ধারণা ব্যাখ্যা;
৪। রাসায়নিক দুর্ঘটনা। রােধ করার উপায় বর্ণনা;
৫। পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ের আলােকে প্রতিবেদন লিখা;
এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: মানবিক; বিষয়: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বিষয় কোড: ১৫৩; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম
অ্যাসাইনমেন্ট:
সীমা একটি ধর্মীয় অনুষ্ঠানে সৃষ্টির সেরা জীব হিসেবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ের কাজ-কর্ম এবং শ্রীরামচন্দ্র সম্পর্কে আলােচনা শুনছিল। উল্লিখিত ধর্মীয় আলােচনার বিষয়বস্তুর একটি নিবন্ধ রচনা।
শিখনফল/বিষয়বস্তু:
ক) হিন্দুধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে;
থ) একেশ্বরবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
গ) অবতারবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
ঘ) চতুরাশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
ঙ) ধর্মবােধে উদ্বুদ্ধ হবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক) হিন্দুধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারণা;
থ) হিন্দুধর্মের বিশ্বাসের গুরুত্ব;
গ) একেশ্বরবাদের ব্যাখ্যা;
ঘ) অবতারবাদের ধারণা;
ঙ)চতুরাশ্রমের বর্ণনা;
চ) পাঠ্যবই শিক্ষক ও বয়ােজ্যেষ্ঠদের নিকট থেকে ধারণা গ্রহণ;
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; ইতিহাস পরিচিতি;
অ্যাসাইনমেন্ট:
তােমার দেখা কোনাে ঐতিহাসিক নিদর্শন (যেমনঃ প্রাচীন মসজিদ/মন্দির, জমিদার বাড়ি, মুদ্রা, শিলালিপি ইত্যাদি) ইতিহাসের কোন ধরনের উপাদান বিশ্লেষণপূর্বক ইতিহাস পাঠের প্রয়ােজনীয়তা মূল্যায়ন কর;
শিখনফল/বিষয়বস্তু:
১। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারব;
২। ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারব;
৩। ইতিহাস পাঠের প্রয়ােজনীয়তা আলােচনা করতে পারব;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি);
১। ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা;
২। ইতিহাস রচনার উপকরণসমূহ (লিখিত, অলিখিত, সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক প্রভৃতি) লিপিবদ্ধ করা;
৩। ইতিহাসের গুরুত্ব বর্ণনা করা;
৪। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ইতিহাস চর্চার প্রয়ােজনীয়তা উল্লেখ করা;
এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, বিষয় কোড: ১১১; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম;
অ্যাসাইনমেন্ট: সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রণয়ন ।
শিখনফল/বিষয়বস্তু:
ক) নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে;
খ) আখিরাতে বিশ্বাস ও এর তাৎপর্য অনুধাবন করে পাপমুক্ত, সৎকর্মশীল, নীতিবান, মানবহিতৈষী ব্যক্তি হিসেবে জীবন গঠনে অনুপ্রাণিত হবে;
নির্দেশনা(সংকেত/ধাপ/পরিধি)
ক) আখিরাতের ধারণা; থ) আখিরাতে বিশ্বাসের প্রয়ােজনীয়তা;
গ) আখিরাতে বিশ্বাসীদের করণীয়; ঘ) আখিরাতের বিশ্বাসের প্রভাব;
এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, বিষয় কোড: ১১৪; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম:অধ্যায়-প্রথম;
অ্যাসাইনমেন্ট: মানব জাতির মুক্তির পথে বাঁধা বিঘ্নতা সত্বেও, খ্রিষ্টের জীবনাদর্শ বিশ্লেষণ/ অনুসরণ পূর্বক মুক্তির সন্ধানে করণীয় নিরুপন;
শিখনফল/বিষয়বস্তু:
মুক্তির পথে আহ্বান;
মুক্তির সাধারণ ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব;
মুক্ত মানুষ হওয়ার উপায়সমূহ বর্ণনা করতে পারব
মুক্তি সম্পর্কে খ্রিষ্টের শিক্ষাসমূহ বিশ্লেষণ করে নিজেকে মূল্যায়ন ও নিজের কর্তব্য বর্ণনা করতে পারব;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
মুক্তির ধারণা; মুক্তির পথে বাঁধা সমূহ; মুক্ত মানুষ হওয়ার উপায় মুক্তি সম্পর্কে খ্রিষ্টের শিক্ষাসমূহ; মুক্তির জন্য করণীয়;
১। অ্যাসাইনমেন্টটি ২০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে;
২। অ্যাসাইনমেন্টটিতে খ্রিষ্টের সেবামূলক কাজের ১টি ছবি অংকন করতে হবে।
(উৎস: পাঠ্যপুস্তক, পবিত্র বাইবেল ও সহায়ক অন্যান্য মাধ্যম)
এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বিষয় কোড: ১১২; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম
অ্যাসাইনমেন্ট:
সীমা একটি ধর্মীয় অনুষ্ঠানে সৃষ্টির সেরা জীব হিসেবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ের কাজ-কর্ম এবং শ্রীরামচন্দ্র সম্পর্কে আলােচনা শুনছিল। উল্লিখিত ধর্মীয় আলােচনার বিষয়বস্তুর একটি নিবন্ধ রচনা।
শিখনফল/বিষয়বস্তু:
ক) হিন্দুধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে;
থ) একেশ্বরবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
গ) অবতারবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
ঘ) চতুরাশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
ঙ) ধর্মবােধে উদ্বুদ্ধ হবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক) হিন্দুধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারণা;
থ) হিন্দুধর্মের বিশ্বাসের গুরুত্ব;
গ) একেশ্বরবাদের ব্যাখ্যা;
ঘ) অবতারবাদের ধারণা;
ঙ)চতুরাশ্রমের বর্ণনা;
চ) পাঠ্যবই শিক্ষক ও বয়ােজ্যেষ্ঠদের নিকট থেকে ধারণা গ্রহণ;
এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট
স্তর: এসএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, বিষয় কোড: ১১৩; মোট নম্বর: ২০ অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম;
অ্যাসাইনমেন্ট:
সিদ্ধার্থ গৌতমের জন্ম বৃত্তান্ত ও বুদ্ধত্ব লাভের তাৎপর্য বিশ্লেষণ;
শিখনফল/ বিষয়বস্তু:
সিদ্ধার্থের জন্ম কাহিনি বর্ণনা করতে পারবে;
সিদ্ধার্থের বাল্যকালের বিশেষ ঘটনাগুলাে ব্যাখ্যা করতে পারবে;
সিদ্ধার্থের চারি নিমিত্ত দর্শনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে;
সিদ্ধার্থের গৃহত্যাগের কারণ ব্যাখ্যা করতে পারবে;
সিদ্ধার্থের বুদ্ধত্ব ও ধর্মপ্রচার সম্পর্কে আলােচনা করতে পারবে;
নির্দেশনা। (সংকেত/ধাপ/পরিধি):
১। সিদ্ধার্থের জন্ম পরিচয় সম্পর্কে ধারণা;
২। সিদ্ধার্থের বাল্যকালের বিশেষ ঘটনার আলােকে নিজ জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি ঘটনা নির্দিষ্টভাবে চিহ্নিত করা;
৩। সিদ্ধার্থের চারি নিমিত্তের ঘটনা দ্বারা মানবজীবনের স্বরূপ উপলব্ধি করে তা ব্যাখ্যা;
৪। সিদ্ধার্থের গৃহত্যাগের কারণ বর্ণনা ও বর্তমান সমাজে তার বাস্তবতা;
৫। সিদ্ধার্থ গৌতমের বুদ্ধত্ব লাভের তাৎপর্য;
৬। প্রয়ােজনে পাঠ্যপুস্তক, সিদ্ধার্থের জীবনী বিষয়ক অন্যান্য গ্রন্থ, ইন্টারনেট, শ্রেণি শিক্ষক ও অভিভাবকের সহায়তা গ্রহণ;
৭। এই অ্যাসাইনমেন্ট ২৫০-৩৫০ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে;
নিচে বিভাগ ভিত্তিক অ্যাসাইনমেন্ট পিডিএফ দেওয়া আছে
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।
সকল স্তরের সব সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহের বাছাই করা উত্তরসমূহ দেখার জন্য নিচের বাটনে ক্লিক করে বাংলাদেশের সেরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য পাওয়ার গ্রুপে যোগ দিন। এখানে দেশের সকল প্রান্তের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিয়মিত আলোচনার মাধ্যমে তাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করছেন।
সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে একটি সেরা এসাইনমেন্ট তৈরি করার জন্য সুযোগটি গ্রহণ করুন আপনিও-