চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলি আলোচিত হলো। ২০২০-২১ সালের নতুন স্নাতক ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়মাবলি অনুসরণ করে অনলাইনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করার সময়, অনলাইন আবেদনের সময় ও আবেদন ফি প্রেরণ করার পদ্ধতি জানতে পারবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি আবেদন করার সময়সূচী:
- অনলাইনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষ ভর্তি আবেদন শুরু- শ্রিগই প্রকাশিত হবে।
- ভর্তি আবেদন করার শেষ তারিখ: শিগ্রই প্রকাশিত হবে।
- আবেদন ফি জমার শেষ তারিখঃ আবেদন ফি ০১ অক্টোবর ২০১৯ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত জমা দেয়া যাবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট http://admission.cu.ac.bd এর মাধ্যমে করতে হবে।
এ ওয়েবসাইটে আবেদনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট/উপ-ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নােটিশ এবং লিঙ্কসমূহ দেখতে পাবেন।
যে কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালাে করে পড়ে নিন।
এছাড়াও অনলাইনে প্রতি পেইজের নির্দেশাবলি পড়ে নিন।
০৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল ১১:০০টা থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
যে কোন ইউনিট/উপ-ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের http://admission.cu.ac.bd লিঙ্কে গিয়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।
তথ্য গুলাে সঠিক ভাবে পুরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। আবেদনকারীর তথ্যসমূহ সঠিক হলে পরবর্তী পেইজে আবেদনকারীর ব্যক্তিগত মােবাইল নম্বর চাওয়া হবে।
মােবাইল নম্বর সঠিক ভাবে প্রদান করে Submit’ করলে আবেদনকারীর মােবাইলে একটি “Confirmation Code” পাঠানাে হবে। আবেদনের সময় যেই মােবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মােবাইল নম্বর হতে হবে।
উক্ত মােবাইল নম্বরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল নােটিফিকেশন বিশ্ববিদ্যালয় থেকে প্রেরণ করা হবে ।
এই ধাপে Confirmation Code টি চাওয়া হবে এবং সঠিকভাবে তা প্রদান করলেই কেবলমাত্র আবেদনের মূল পেইজে যেতে পারবে।
Confirmation Code প্রদান করে Submit করার পর Confirmation Code টি সঠিক হলে আবেদনকারীর একটি প্রােফাইল তৈরি হবে এবং সেখানে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি প্রদর্শিত হবে।
আবেদনকারীর যদি কোন কোটা থাকে এবং তিনি সেটা আবেদনে যুক্ত করতে চান তাহলে তার প্রােফাইলে কোটা যুক্ত করার অপশন থেকে তার কাঙ্ক্ষিত এক বা একাধিক কোটা যুক্ত করতে পারবেন।
ভর্তির ওয়েবসাইটে লগইন করার সময় কোন শিক্ষার্থী যদি Invalid Information সমস্যা সম্মুখীন হয়ে থাকেন, তাহলে উক্ত ওয়েবপেজে থাকা ‘Click here if you face Invalid Information’ বাটনে ক্লিক করুন।
উক্ত বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। এই পেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তথ্য প্রদান করে ‘Claim’ বাটনে ক্লিক করে অভিযােগ জমা দিতে হবে।
অভিযােগ জমা হওয়ার পর Helpdesk এ প্রদত্ত মােবাইল নম্বরে যােগাযােগ করতে হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অনলাইনে আবেদন প্রক্রিয়ায় ছবি আপলোড করার নিয়ম:
আবেদনকারীকে তার প্রােফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সঠিক মাপের সদ্য তােলা একটি পরিষ্কার ফরমাল ছবি আপলােড করতে হবে।
- আবেদনে ছবি অবশ্যই নির্দিষ্ট মাপের হতে হবে এবং আবেদনকারীর চেহারা অনাবৃত থাকতে হবে।
- পোর্টালে ছবি আপলােডের সময় দেখানাে নির্দেশিকা ভালাে করে পড়ে তা যথাযথ অনুসরণ করতে হবে।
- ছবি আপলােড ব্যতীত আবেদনের অন্যান্য ধাপ সম্পন্ন করা যাবে না।
- ছবি এক (১) বারই আপলােড করা যাবে। ছবি আপলােড করার পর তা পরিবর্তনযােগ্য নহে।
- পরিবর্তনের প্রয়ােজন হলে সংশ্লিষ্ট কাগজপত্রসহ হেল্প ডেস্কে যােগাযােগ করতে হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি অনলাইনে আবেদন প্রক্রিয়ায় ইউনিট/উপইউনিটে আবেদন করার নিয়ম:
আবেদনকারী তার প্রােফাইল এ Units/Sub-Units অপশনে ক্লিক করে তিনি কোন কোন ইউনিট/উপইউনিটে আবেদনের যােগ্য তার একটি তালিকা দেখতে পাবেন।
উক্ত তালিকায় স্ব স্ব ইউনিট/উপ-ইউনিটের আবেদনের যােগ্যতা দেখতে পাওয়া যাবে। কিন্তু ছবি আপলােড সম্পন্ন না হলে আবেদনকারী কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে পারবে না।
আবেদনকারী যে ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট/উপ-ইউনিটের “Apply” বাটনে ক্লিক করলে একটি Private Key পাবেন।
উক্ত Private Key টি ব্যবহার করে Mobile Financial Service Operator ‘রকেট’ অথবা ‘শিওর ক্যাশ অথবা ‘বিকাশ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে রকেট’, ‘শিওর ক্যাশ’ এবং ‘বিকাশ’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়মাবলী নিচে দেয়া হলঃ
‘রকেট’ এর মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি মােবাইল হতে আবেদন ফি পরিশােধ করার নিয়মঃ
- ১. প্রথমে আপনার মােবাইল হতে *322# ডায়াল করুন;
- ২. Bill Pay নির্বাচন করুন। ৩। Self বা Other নির্বাচন করুন; [other এর ক্ষেত্রে যার জন্য পরিশােধ করছেন তার নম্বর দিন]
- ৪. ভর্তি আবেদন ফী জমা দিতে Other অপশন নির্বাচন করুন;
- ৫. Biller ID তে 2200 দিন;
- ৬. Bill Number হিসেবে আপনার Private Key দিন;
- ৭. Amount এ 550 টাকা দিন;
- ৮. ফি প্রদান সম্পন্ন করতে আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন;
‘শিওর ক্যাশ’ এর মাধ্যমে মােবাইল হতে ২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি আবেদন ফি পরিশােধ করার নিয়মঃ
- ১. প্রথমে আপনার মােবাইল হতে *495# ডায়াল করুন;
- ২. Payment অপশন নির্বাচন করুন;
- ৩. Keyword অপশন নির্বাচন করে CUA টাইপ করুন;
- ৪. Bill Number হিসেবে আপনার Private Key দিন;
- ৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম ও আপনার আবেদন ফী এর পরিমাণ 550 টাকা দেখাবে;
- ৬. ফি প্রদান সম্পন্ন করতে আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন;
‘বিকাশ’ এর মাধ্যমে মােবাইল হতে ২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি আবেদন ফি পরিশােধ করার নিয়মঃ
- ১. প্রথমে আপনার মােবাইল হতে *247# ডায়াল করুন;
- ২. Pay Bill অপশন নির্বাচন করুন;
- ৩. Other অপশন নির্বাচন করুন;
- ৪. Make Payment নির্বাচন করুন;
- ৫. Biller ID তে 0175185668৪ দিন;
- ৬. Input Bill A/C নম্বর নির্বাচন করুন;
- ৭. আপনার Private Key টি দিন;
- ৮. Bill Month হিসেবে 092019 দিন;
- ৯. Amount এ 550 টাকা দিন।;
- ১০. ফি প্রদান সম্পন্ন করতে আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন;
নির্দিষ্ট অঙ্কের আবেদন ফি সঠিকভাবে জমা হলে আবেদনকারীর দেয়া মােবাইল নম্বরে তা বিশ্ববিদ্যালয় প্রদত্ত নম্বর হতে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে
এবং আবেদনকারীর প্রােফাইলের সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ঘরে Payment কলামে সবুজ কালিতে Successful লেখা দেখা যাবে
এবং সেই ইউনিটের টাকা জমার রসিদ (পেমেন্ট স্লিপ) ডাউনলােডের লিঙ্ক পাওয়া যাবে। এছাড়া পরবর্তীতে এই পেইজ থেকে আবেদনকারী তার আবেদনকৃত সকল ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবেন।
[বিঃ দ্রঃ আবেদন ফি জমাদান শেষে ‘রকেট’/শিওর ক্যাশ’ /‘বিকাশ’ হতে প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) টি এবং সিস্টেম হতে প্রাপ্ত Private Key টি সংরক্ষণ করুন।]আবেদন ফি সঠিকভাবে জমা দেয়া না হলে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আবেদনকারী পরীক্ষার্থীরা ০৯ অক্টোবর ২০১৯ তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবার ১ (এক) ঘন্টা পূর্ব পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলােড ও সংগ্রহ করতে পারবেন।
প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার Roll No. ও Applicant No. থাকবে।
প্রবেশপত্রের নির্দেশাবলীতে উল্লিখিত কাগজপত্র নিয়ে আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে GCE (O Level & A Level) অথবা সমমানের বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীকে Equivalence করার জন্য জীববিজ্ঞান অনুষদ অফিসে তার গ্রেডশীট/মার্কশীটসমূহের ফটোকপিসহ আবেদন করতে হবে
এবং রেজিস্ট্রার, চ.বি. এর অনুকূলে অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগৃহীত ১০০০/(এক হাজার) টাকার পে-অর্ডার সমতা নিরূপন ফি হিসেবে প্রদান করতে হবে।
সমতা নিরূপনের পর আবেদনকারীকে একটি সমতা নিরূপন সনদপত্র প্রদান করা হবে এবং উক্ত সনদপত্রে Equivalent ID উল্লেখ থাকবে।
GCE (O Level & A Level) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিদেশী সার্টিফিকেটধারীদের সমতা নির্ধারণ কমিটি কর্তৃক প্রদত্ত Equivalent ID ভর্তির ওয়েবসাইটে প্রবেশের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রােল নম্বরের স্থানে ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাের্ড এর স্থলে Equivalent Board নির্বাচন করে যথাযথ নিয়মে নির্দিষ্ট সময়ে আবেদন ফি জমা দিয়ে আবেদন ফি জমা দেয়ার রশিদ সংগ্রহ করতে হবে।
আবেদনপত্র সংশােধনের (প্রযােজ্য ক্ষেত্রে) সময়সীমা ০৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে ০৭ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত।
আবেদনপত্রে যে কোন প্রকার সংশােধনী এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেয়ার জন্য (প্রযােজ্য ক্ষেত্রে) প্রতিটি সার্ভিস এর জন্য রেজিস্ট্রার, চ.বি. এর অনুকূলে অগ্রণী ব্যাংক এর যে কোন শাখা থেকে ইস্যুকৃত ৩০০ (তিনশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে
অথবা Mobile Financial Service Operator (‘রকেট’ বা ‘শিওর ক্যাশ’) এর মাধ্যমে পরিশােধ করা যাবে ।
২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন সংশােধনের ফি পরিশােধের নিয়মঃ
‘রকেট’ এর মাধ্যমে মােবাইল হতে আবেদন সংশােধন ফি পরিশােধ করার নিয়মঃ
- ১. প্রথমে আপনার মােবাইল হতে *322# ডায়াল করুন;
- ২. Bill Pay নির্বাচন করুন;
- ৩. Self বা other নির্বাচন করুন | [other এর ক্ষেত্রে যার জন্য পরিশােধ করছেন তার নম্বর দিন];
- ৪. আবেদন সংশােধন ফী জমা দিতে Other অপশন নির্বাচন করুন;
- ৫. Biller ID তে 2080 দিন;
- ৬. Bill Number হিসেবে আপনার Private Key দিন);
- ৭. Amount এ 300 টাকা দিন;
- ৮. আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন;
‘শিওর ক্যাশ’ এর মাধ্যমে মােবাইল হতে আবেদন সংশােধন ফি পরিশােধ করার নিয়মঃ
- ১. প্রথমে আপনার মােবাইল হতে *495# ডায়াল করুন;
- ২. Payment অপশন নির্বাচন করুন;
- ৩. Keyword অপশন নির্বাচন করে CUOP টাইপ করুন;
- ৪. Bill Number হিসেবে আপনার Private Key দিন;
- ৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম ও আপনার আবেদন সংশােধন ফী এর পরিমাণ 300 টাকা দেখাবে;
- ৬. ফি প্রদান সম্পন্ন করতে আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন। [বিঃ দ্রঃ প্রত্যেক ইউনিট/উপ-ইউনিটের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন সংশােধন ফি প্রদান করার প্রয়ােজন নেই;
তবে একাধিকবার বা একাধিক বিষয় সংশােধনের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সংশােধন ফি প্রদান করতে হবে।]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি আবেদন করুন
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ দেখুন ও ডাউনলোড করুন;