২২ ফেব্রুয়ারির মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদের নির্দেশ
২২ ফেব্রুয়ারির মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) সমূহে কর্মরত শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ g2p পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ করণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি।
১০ ফেব্রুয়ারি ২০২১ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ শাহিদুল কবীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
মাউশি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি মাধ্যমে বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিও ভুক্ত স্কুল ও কলেজ সমূহের এমপিও এর বেতন-ভাতার অংশ G2P পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ করণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীগণের এমপিও এর বেতন শিক্ষক-কর্মচারী গণের ব্যাংক একাউন্টে ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানগণকে অনলাইন ইএমআইএস সফটওয়্যার www.emis.gov.bd প্রবেশ করে প্রতিষ্ঠান এমপিও ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
এমপিও মডিউলের ইএফটি ইনফরমেশন আপডেট মডিউল ব্যবহার করে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
এমপিও সিস্টেমে তথ্য প্রদান করার জন্য সংযুক্ত নির্দেশিকা অনুসরণ করতে হবে। তথ্য প্রদানে কোন কারিগরী সমস্যা হলে info.mpo.dshe@gmail.com এই ঠিকানায় ইমেইল করা যেতে পারে।
এছাড়াও EMIS Cell এর ফেসবুক পেজ facebook.com/emis.dshe এ তথ্য হালনাগাদ করা সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।
২২ ফেব্রুয়ারির মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদের নির্দেশ
উল্লেখ্য তথ্য সঠিক না থাকলে ইএফটির মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক-কর্মচারীর ব্যাংক একাউন্টে জমা হবে না।
অনলাইন এমপিও সিস্টেমে ইএফটি তথ্য হালনাগাদ করার জন্য শিক্ষকদের তথ্য সংরক্ষণ ফ্রম ব্যবহার করা যেতে পারে এবং ম্যানুয়াল অনুসরণ করে তথ্য হালনাগাদ করতে হবে।
২২ ফেব্রুয়ারির মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদের নির্দেশ
ইএফটিতে বেতন পেতে শিক্ষকদের যেসব তথ্য লাগবে তা হল, জাতীয় পরিচয় পত্রের নম্বর, এসএসসির সনদ অনুযায়ী শিক্ষকদের নাম-এক্ষেত্রে শিক্ষাসনদ, এমপিও শিট ও জাতীয় পরিচয়পত্রে নামের বানান একই হতে হবে।
কর্মচারীদের সর্বশেষ শিক্ষাসনদের নাম, শিক্ষক-কর্মচারীদের নিজ নামের ব্যাংক হিসাব, ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, ব্যাংক হিসাব নম্বর (১৩-১৭ ডিজিটের), শিক্ষক কর্মচারীদের জন্মতারিখ, বেতন কোড ও বেতনের ধাপ এবং শিক্ষক কর্মচারীদের মোবাইল নম্বর।
এদিকে শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলের কয়েকজনের বিরুদ্ধে ইএফটিতে বেতন প্রক্রিয়া নানাভাবে বিলম্বিত করার জন্য নানা ফন্দি করার অভিযোগ উঠেছে।
আপনার জন্য আরও কিছু তথ্য:
- উপবৃত্তির টিউশন ফি পেতে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য আপডেটের নির্দেশ
- শিক্ষা প্রতিষ্ঠানের জমি নামজারি ও জমাখারিজ করে তথ্য সংরক্ষণের নির্দেশ
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–