৬ষ্ঠ শ্রেণি বাংলা ব্যাকরণ – ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুদের জন্য ৬ষ্ঠ শ্রেণি বাংলা ব্যাকরণ – ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন নিয়ে আজকে আলোচনা করবো; আজকের পাঠ শেষে তোমরা ৬ষ্ঠ শ্রেণি বাংলা ব্যাকরণ – ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন বিষয়ের একটি প্রশ্নের উত্তর লিখতে পারবে এবং অনুচ্ছেদে সঠিকভাবে যতি ও বিরাম চিহ্ন বসাতে পারবে।
এ্যাসাইনমেন্টের ক্রম : নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
ব্যাকরণ অংশ: ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
খ) নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখ:
সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারােয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতিদ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা।
উত্তর: নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখা হল-
সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসে আরম্ভ করে দিল, “বাবা, রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না।
না?” সে আমার লিখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতিদ্রুত উচ্চারণে ‘আগডুম বাগডুম’ খেলতে আরম্ভ করে দিল।
আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, “কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা।
তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণি বাংলা ব্যাকরণ – ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন পাঠিয়েছে, খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ
৬ষ্ঠ শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:
- বাংলা: ৬ষ্ঠ শ্রেণি বাংলা ব্যাকরণ – ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন
- গণিত: ষষ্ঠ শ্রেণি ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
- কৃষি শিক্ষা: ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের তালিকা ও মাটির প্রকারভেদ
- গার্হস্থ্য বিজ্ঞান:
শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:
- ৬ষ্ঠ শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৭ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৮ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৯ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে
JOIN BANGLANOTICE FACEBOOK GROUP
Tinku apu
Yes
I am agree