নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া
আজ নবম শ্রেণির ৪র্থ এসাইনমেন্ট এর নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। তোমাদের নবম শ্রেণির ৪র্থ এসাইনমেন্ট সমাধান করতে নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া আর্টিকেলটি পড়ে নাও-
এই পোস্ট থেকে তোমরা নিন্মোক্ত প্রশ্নের উত্তর করতে পারবে-
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
(ক) কাপড় কাঁচার সােডার জলীয় দ্রবণ + লেবুর রস =?
(খ) ডিমের খােসা + লেবুর রস =? উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন কর এবং নিচের প্রশ্নগুলাের উত্তর দাও:
- ১। রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন কর।
- ২। বিক্রিয়া দুটির ধরণ ব্যাখ্যা কর।
চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক-
১. রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি নিম্নরুপ-
- ১. 3Na2CO3 + 2C6H8O7 → 3CO2 + 3H2O + 2Na3C6H5O7
- ২. 3CaCO3 + 2C6H8O7 → 3CO2 + 3H2O + Ca3(C6H5O7)2
২. বিক্রিয়া দুটির ধরণ ব্যাখ্যা করা হলো-
প্রথম বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কাপড় কাচার সোডা এবং লেবুর রস রয়েছে। এগুলোর মধ্যে কাপড় কাচার সোডা (Na2CO3 ) হলো ক্ষার, লেবুর রস (C6H8O7 ) হলো এসিড।
আমরা জানি, একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে।
কাচার সোডা ও লেবুর রস এর বিক্রিয়ায় সোডিয়াম সাইট্রেট (Na3C6H5O7 ) লবণ ও পানি উৎপন্ন হয়। অতএব, বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।
দ্বিতীয় বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে ডিমের খোসা এবং লেবুর রস রয়েছে। এগুলোর মধ্যে ডিমের খোসা (CaCO3) হলো ক্ষার, লেবুর রস (C6H8O7 ) হলো এসিড।
আমরা জানি, একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। কাচার সোডা ও লেবুর রস এর বিক্রিয়ায় ক্যালসিয়াম সাইট্রেট (Ca3(C6H5O7 )) লবণ ও পানি উৎপন্ন হয়।
অতএব, এই বিক্রিয়াটিও একটি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াকে এসিড-ক্ষার বিক্রিয়াও বলা হয়।
এই ছিল তোমাদের জন্য নবম শ্রেণির ৪র্থ এসাইনমেন্ট এর রসায়ন বিষয়ের উত্তর;
এটি পাঠিয়েছে- খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ
নবম শ্রেণির চতুর্থ এসাইনমেন্ট এর অন্যান্য বিষয়ের উত্তর:
- গণিত:
- ইংরেজি: Class 9 English Answer – The Greed of Mighty River – Man & Climate
- রসায়ন: নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া
- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা:
- ব্যবসায় উদ্যোগ: ব্যবসায় পরিকল্পনা ও বাংলাদেশের শিল্প – সেবামূলক ও কুটির শিল্প
তোমাদের এস্যাইনমেন্ট সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক গ্রুপে জয়েন করো <Join Now>; গ্রুপে দেশের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিচ্ছে।
প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট তোমার ফেসবুক ওয়ালে পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখো;
ইউটিউবে বিভিন্ন তথ্য পেতে বাংলা নোটিশ এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন;
2য় বিক্রিয়া র last এর দিকে কাপড় সোডার বদলে ডিমের খোসা হবে.