অষ্টম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
২১ সেপ্টেম্বর ২০২১ এর নির্ধারিত এসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠ্যক্রম মূল্যায়নের লক্ষ্যে অষ্টম শ্রেণির ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণির ১৭তম সপ্তাহে বাংলা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৭তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিষয় ভিত্তিক বিস্তারিত দেয়া হল। এবং শিক্ষক শিক্ষার্থীরা খুব সহজে অষ্টম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করতে পারবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত সপ্তম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে। এর পূর্বে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
বিঃদ্রাঃ অ্যাসাইনমেন্ট বিতরণ ও গ্রহনের সময় সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ করা হলাে।
৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট
শ্রেণি: অষ্টম; বিষয়: বাংলা; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অধ্যায়ের শিরােনাম: ব্যাকরণ (১.৩)
অ্যাসাইনমেন্ট:
সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ: আবার বলিতেছি , আর ভাবের ঘরে চুরি করিও না। আগে ভালাে করিয়া চোখ মেলিয়া দেখ। কার্যের সম্ভাবনা-অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তােমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও তােমার ‘স্পিরিট’ বা আত্মার শক্তিকে অন্যের প্ররােচনায় নষ্ট করিতে তােমার কোনাে অধিকার নাই। তাহা পাপ-মহাপাপ!
শিখনফল/বিষয়বস্তু: সাধু ও চলিত রীতির পার্থক্য।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য সমূহ জানতে বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যবইয়ের ৩৮ পৃষ্ঠা পড়া যেতে পারে।
সমাধান দেখুন-
৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট
শ্রেণি: অষ্টম; বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: কম্পিউটার নেটওয়ার্ক।
অ্যাসাইনমেন্ট: নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন কর।
শিখনফল/বিষয়বস্তু:
- পাঠ ০৮: নেটওয়ার্কের ধারণা।
- পাঠ ০৯: টপােলজি।
- পাঠ ১০: নেটওয়ার্কের ব্যবহার।
- পাঠ ১১: নেটওয়ার্কের ব্যবহার।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে লক্ষ রাখতে হবেঃ-
১। প্রারম্ভিক অংশ: মূল শিরােনাম, প্রাপকের নাম ঠিকানা, সূত্র বিষয়ের সংক্ষিপ্ত সার নির্দেশক কথা।
২। প্রধানঅংশ: বিষয় সম্পর্কে | ভূমিকা, মূলপ্রতিবেদন (দৈনন্দিন জীবনে নেটওয়ার্কের ব্যবহার, নেটওয়ার্ক, সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক এডাপ্টার, রিসাের্স, ইউজার, প্রটোকল, হাব, সুইচ, রাউটার, মডেম, ল্যান কার্ড), উপসংহার ও সুপারিশ।
৩।পরিশিষ্ট: তথ্য নির্দেশ, গ্রন্থ বিবরণী ও আনুসঙ্গিক বিষয়াদি।
সমাধান দেখুন-
৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড
অষ্টম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউরলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন ।
আপনার জন্য আরো কিছু তথ্য…