৬ষ্ঠ শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েব সাইটে। শিক্ষার্থীদের জন্য বোঝার সুবিধার্থে ৬ষ্ঠ শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান এর এক পাতায় পিডিএফ সহ বিষয় ভিত্তিক পর্যালোচনা ও নমুনা উত্তর দেওয়া হল।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য ২০২১ খ্রিঃ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৮তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিষয় ভিত্তিক বিস্তারিত দেয়া হল। এবং শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ষষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করতে পারবে।
এ সপ্তাহে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত বিষয় সমূহ মধ্যে থাকছে দুটি বিষয় গণিত ও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এর আগে গত সপ্তাহে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেওয় হয়েছিল।
Class Six 18th Week Assignment Answer
নির্দেশনাঃ বিতরণকৃত এ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ও সমাধান
শ্রেণি: ষষ্ঠ; বিষয়: গণিত; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: অনুপাত ও শতকরা।
অ্যাসাইনমেন্ট:
আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়ােজিত করলেন। জরুরী প্রয়ােজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তাঁর ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২।
(ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর।
(খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে।
(গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।
শিখনফল/বিষয়বস্তু:
- ২.১ অনুপাত।
- ২.২ বিভিন্ন অনুপাত।
- ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক।
- ২.৪ ঐকিক নিয়ম।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করবে।
৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ও সমাধান
শ্রেণি: ষষ্ঠ; বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: স্কাউটিং ও গার্ল গাইড।
অ্যাসাইনমেন্ট: কেস স্টাডিঃ
তুমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য। তােমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়ােজন। এতে তােমার করণীয় কি?
শিখনফল/বিষয়বস্তু:
- স্কাউটিং ও গার্ল গাইডের ধারণা ও প্রয়ােজনীয়তা।
- স্কাউটিং ও গার্ল গাইডের মূলনীতি ও প্রতিজ্ঞা।
- স্কাউটিং ও গার্ল গাইডের কর্মসূচি ও পােশাক।
- দড়ির প্রাথমিক ৬টি গেরাে।
- প্রাথমিক প্রতিবিধান: ধারণা ও প্রয়ােগ (কেটে গেলে, পুড়ে গেলে, ছুঁড়ে গেলে, পােকাঁয় কামড়ালে করণীয় ইত্যাদি)
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. প্রাথমিক চিকিৎসা কি?
২. প্রাথমিক চিকিত্সকারির কাজ।
৩. ব্যবহৃত উপকরণসমূহ।
৪. প্রাথমিক চিকিত্সা গ্রহণকারী এবং প্রদানকারীর পরিচয়।
৫. দুর্ঘটনা এবং তােমার প্রদত্ত চিকিৎসা পদ্ধতি।
৬. প্রদত্ত চিকিৎসার উদ্দেশ্য।
বাছাইকরা সমাধান দেখুন-
৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড
নিচের দেওয়া ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে কাঙ্খিত ষষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করুন।
আপনার জন্য আরো কিছু তথ্য…
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৪তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট