হাতের মধ্যে বিদ্যমান টিস্যুর অবস্থান ও কাজের চিত্রসহ পোস্টার
৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি খুবই ভালো আছো। আজ তোমাদের নবম শ্রেণি ১৪তম সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান নিয়ে আলোচনা করবো। অ্যাসাইনমেন্ট এর শিরোনাম- হাতের মধ্যে বিদ্যমান টিস্যুর অবস্থান ও কাজের চিত্রসহ পোস্টার।
আমরা নবম শ্রেণি ১৪তম সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর দেওয়া নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করে প্রশ্নে উল্লেখিত নির্দেশনাসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়।
নবম শ্রেণি ১৪তম সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
হাত তােমার দেহের একটি অঙ্গ, যার মধ্যে সবধরণের টিস্যু বিদ্যমান। কোন টিস্যুটি হাতের কোথায় অবস্থান করছে এবং কি কাজ করছে চিত্রসহ পােস্টার পেপারে উপস্থাপন কর।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১। পােস্টার পেপার এর ব্যবস্থা না থাকলে ক্যালেন্ডারের পিছনের সাদা পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে।
২। নিজ পাঠ্যপুস্তকসহ প্রয়ােজনে উপরের বা নিচের শ্রেণির পাঠ্যপুস্তকের সাহায্যে নেওয়া যেতে পারে।
৩। স্পষ্টকরণের লক্ষ্যে সাইন পেন/মার্কার এর কালির রং নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে।
নবম শ্রেণি ১৪তম সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান
চিত্র অঙ্কন করে হাতের কোন জায়গায় কোন টিস্যু বিদ্যমান এবং কি কাজ করে তা নিম্নে দেওয়া হলোঃ
হাতের অস্থি কব্জি,করতাল ও আঙ্গুল নিয়ে হাত গঠিত।
কব্জিঃ দুই সারিতে ৪টি করে মোট ৮টি ছোট ছোট বিভিন্ন কার্পাল অস্থিতে কাজি গঠিত। গোড়ার দিকের সারিতে থাকে স্ক্যাফরেড(নেভিকুলার), লুনেট,ট্রাইকুয়েন্ট্রাল ও পিসিপম অস্থি এবং প্রান্তের দিকে থাকে ট্র্যাপেজিয়াম,ট্র্যাপেজয়েড,ক্যাপিটেট ও হ্যামেট অস্থি ।
করতলঃ করতলের ৫টি অস্থিকে মেটাকার্পল বলে। এগুলো লম্বা ও নলাকার এবং একটি গোড়া,শাফট ও মাথা নিয়ে গঠিত।
আঙ্গুলঃ আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জেস বলে। এগুলো খাটো ও নলাকার। বৃদ্ধ আঙ্গুলগুলো ৩টি করে ফ্যালাঞ্জেস থাকে।
হাতের বিভিন্ন অংশের গঠন ও কাজ ব্যাখ্যাঃ
হাতের জটিল শারীরবৃত্তিতে 27 টি হাড়, 27 টি জয়েন্ট, 34 টি পেশী, 100 টিরও বেশি লিগামেন্ট এবং টেন্ডন, অসংখ্য রক্তনালী, স্নায়ু এবং নরম টিস্যু রয়েছে।
- হাড়গুলি শক্ত টিস্যু যা হাতের আকৃতি এবং স্থায়িত্ব দেয়।
- কার্পাল হচ্ছে কব্জির হাড়। জয়েন্টগুলি এমন জায়গা যেখানে হাড়গুলি একত্রিত হয়, চলাচলের অনুমতি দেয়।
- লিগামেন্টগুলি নরম টিস্যু যা হাড়কে হাড়ের সাথে সংযুক্ত করে এবং জয়েন্টগুলিকে স্থিতিশীল করে।
- পেশীগুলি নরম টিস্যু যা হাত সরানোর জন্য শক্ত এবং শিথিল করে।
- সাইনোভিয়াল আস্তরণ জয়েন্টের ভিতরে তরল তৈরি করে যা আন্দোলনকে মসৃণ করতে সাহায্য করে।
- ভোলার প্লেটগুলি শক্ত টিস্যু যা জয়েন্টগুলিকে স্থিতিশীল করে, আঙ্গুলগুলি পিছনে বাঁকানো থেকে বিরত রাখে।
- টেন্ডন শ্যাথ হল তরল ভরা টিউব যা টেন্ডনকে ঘিরে রাখে, রক্ষা করে এবং গাইড করে।
- টেন্ডন হল কর্ডের মতো নরম টিস্যু যা পেশীকে হাড়ের সাথে সংযুক্ত করে।
- রক্তনালীগুলি হাত থেকে রক্ত বহন করে।
- স্নায়ু বার্তা পাঠায় এবং গ্রহণ করে, যা আপনাকে অনুভব করতে এবং সরাসরি চলাফেরা করতে দেয়।
- পালমার ফ্যাসিয়া হল নরম টিস্যুর একটি দুইস্তর যা আপনার হাতের তালুকে স্থির করে।
এটিই তোমাদের নবম শ্রেণি ১৪তম সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান– হাতের মধ্যে বিদ্যমান টিস্যুর অবস্থান ও কাজের চিত্রসহ পোস্টার।
নবম শ্রেণি ১৪তম সপ্তাহের অন্যান্য সমাধান দেখুন-
[ninja_tables id=”11682″]আরো দেখুন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।