সপ্তম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
২১ সেপ্টেম্বর ২০২১ এর নির্ধারিত এসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠ্যক্রম মূল্যায়নের লক্ষ্যে সপ্তম শ্রেণির ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ৭ম শ্রেণির ১৭তম সপ্তাহে বাংলা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৭তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিষয় ভিত্তিক বিস্তারিত দেয়া হল। এবং শিক্ষক শিক্ষার্থীরা খুব সহজে সপ্তম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করে নিতে পারে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করতে পারে।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত সপ্তম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে। এর পূর্বে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
বিঃদ্রঃ অ্যাসাইনমেন্ট বিতরণ ও গ্রহনের সময় সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ করা হলাে।
৭ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট
শ্রেণি: সপ্তম; বিষয়: বাংলা; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অধ্যায়ের শিরােনাম: ব্যাকরণ।
অ্যাসাইনমেন্ট: কমপত্র
প্রদত্ত ছকটি যথাযথভাবে পূরণ করঃ-
প্রদত্ত শব্দ | সন্ধির বিশ্লেষণ | সন্ধির নাম | নিয়ম/সূত্র |
নবান্ন | |||
শীতার্ত | |||
ণিজন্ত | |||
উচ্চারণ | |||
সন্ধি | |||
বৃষ্টি | |||
প্রচ্ছদ | |||
উন্নত | |||
রাজ্ঞী | |||
ষষ্ঠ। |
শিখনফল/বিষয়বস্তু: সন্ধি।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. সন্ধির নাম (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি)
খ. নিয়ম (পূর্ণ/ সংক্ষিপ্ত) দুটোই গ্রহণযােগ্য হবে)।
গ. ৩০টি তথ্য লিখতে হবে।
সমাধান–
৭ম শ্রেণি ১৭তম সপ্তাহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট
শ্রেণি: সপ্তম; বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: কম্পিউটার সংশ্লিষ্ঠ যন্ত্রপাতি।
অ্যাসাইনমেন্ট: একটি কম্পিউটারের বিভিন্ন অংশ চিহ্নিত করে এদের কার্যাবলি ও প্রয়ােজনীতার উপর একটি সচিত্র বিবরণ প্রস্তুত কর । (অনুর্ধ ২৫০শব্দ)।
শিখনফল/বিষয়বস্তু:
- পাঠ-৮ ও ৯ : ইনপুট ডিভাইস।
- পাঠ-১০ ও ১১ : মেমােরি ও স্টোরেজ ডিভাইস।
- পাঠ-১২ ও ১৩: মাদারবাের্ড।
- পাঠ -১৪: প্রসেসর।
- পাঠ ১৫: ইনপুট ও আউটপুট ডিভাইস।
- পাঠ-১৬,১৭: ইনপুট ও আউটপুট ডিভাইস।
- পাঠ -১৮: আউটপুট ডিভাইস।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. পাঠ্য বইয়ের সংশ্লিষ্ঠ বিষয়ের উপর পর্যাপ্ত ধারণা অর্জন করা।
খ. চিত্রাঙ্কনের ক্ষেত্রে পেন্সিল ও প্রয়ােজনীয় উপকরণের ব্যবহার।
গ. প্রয়ােজনে বাবামা /অভিভাবকের সহযােগিতা নেয়া।
ঘ. বর্তমান করােনা মহামারির কারণে মােবাইল বা যে কোনাে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া।
ঙ. ইন্টারনেটের সাহায্য নেয়া।
চ. সহস্তে নিবন্ধটি লিপিবদ্ধ করা।
সমাধান–
সপ্তম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড
সপ্তম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউরলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন ।
আপনার জন্য আরো কিছু তথ্য…