সন্ধির নাম ও বিশ্লেষণ (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি) এবং সন্ধির নিয়ম
সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই আর্টিকেলে তোমাদের জন্য রয়েছে ৭ম শ্রেণির ১৭তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান : সন্ধির নাম ও বিশ্লেষণ (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি) এবং সন্ধির নিয়ম।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত সপ্তম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে। এর পূর্বে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
৭ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট: কর্মপত্র
প্রদত্ত ছকটি যথাযথভাবে পূরণ করঃ-
প্রদত্ত শব্দ | সন্ধি বিশ্লেষণ | সন্ধির নাম | নিয়ম/সূত্র |
নবান্ন | |||
শীতার্ত | |||
ণিজন্ত | |||
উচ্চারণ | |||
সন্ধি | |||
বৃষ্টি | |||
প্রচ্ছদ | |||
উন্নত | |||
রাজ্ঞী | |||
ষষ্ঠ |
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
- ক. সন্ধির নাম (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি)
- খ. নিয়ম (পূর্ণ/ সংক্ষিপ্ত) দুটোই গ্রহণযােগ্য হবে)।
- গ. ৩০টি তথ্য লিখতে হবে।
৭ম শ্রেণির ১৭তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর
প্রদত্ত শব্দ | সন্ধির বিশ্লেষণ | সন্ধির নাম | নিয়ম/সূত্র |
নবান্ন | নব + অন্ন | স্বরসন্ধি | অ + অ = আ |
শীতার্ত | শীত + ঋত | স্বরে-ব্যঞ্জনসন্ধি | অ + ঋ = আর |
ণিজন্ত | নিচ্ + অন্ত | ব্যঞ্জন-স্বরে সন্ধি | চ্ + স্বরধ্বনি = জ্ + স্বরধ্বনি |
উচ্চারণ | উৎ + চারণ | ব্যঞ্জনসন্ধি | ত্ + চ = চ্চ |
সন্ধি | সম্ + ধি | ব্যঞ্জনসন্ধি | ম্ + ধ্ = ন্ধ |
বৃষ্টি | বৃষ + তি | ব্যঞ্জনসন্ধি | ষ্ + ত্ = ত্ > ট্ |
প্রচ্ছদ | প্র + ছদ | স্বরে-ব্যঞ্জনে | অ + ছ্ = অচ্ছ্ |
উন্নত | উৎ + নত | ব্যঞ্জনসন্ধি | ত্ + ন্ = ন্ন |
রাজ্ঞী | রাজ + নী | ব্যঞ্জনসন্ধি | জ্ + ন্ = জ্ঞ |
ষষ্ঠ | ষষ্ + থ | ব্যঞ্জনসন্ধি | ষ্ + থ্ = থ্ > ঠ্ |
এটিই তোমাদের ৭ম শ্রেণির ১৭তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান : সন্ধির নাম ও বিশ্লেষণ (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি) এবং সন্ধির নিয়ম।
আপনার জন্য আরো কিছু তথ্য…
- মোবাইল ইন্টারনেট ডাটা কেটে না নিতে মন্ত্রীর নির্দেশ
- তােমার ঘরে অব্যবহৃত ফেলে দেয়া জিনিস দিয়ে এমন একটি জিনিস বানাও যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ও কিভাবে বানিয়েছ তা বর্ণনা কর
- ৬ষ্ঠ শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি, কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান
- সমগ্র বাংলাদেশের সকল ব্যাংকের শাখা ও রাউটিং নাম্বার জেনে নিন
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।