সততার পুরস্কার, মিনু, নীলনদ ও পিরামিডের দেশ গল্পের শিক্ষা
মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র বিষয়ের সততার পুরস্কার, মিনু, নীলনদ ও পিরামিডের দেশ গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষনীয় কিছু বিষয় আলোচিত হয়েছে। এই তিনটি গল্পে শিক্ষার্থীদের কে নৈতিকতাবোধ ও মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকে।
আজকে আমরা সততার পুরস্কার, মিনু, নীলনদ ও পিরামিডের দেশ এই তিনটি গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। আজকের পোস্টটি পড়লে তোমরা এই তিনটি গল্প থেকে দশটি প্রশ্নের সমাধান সহজে করে নিতে পারবে যা দিয়ে ষষ্ঠ শ্রেণির প্রথম এসাইনমেন্ট এর উত্তর গুলো করে নেওয়া সহজ হবে।
তবে তোমরা কখনই এখান থেকে হুবহু কপি করে তোমাদের এসাইনমেন্ট এর খাতায় লিখবে না। এখান থেকে মৌলিক আইডিয়া গ্রহণ করে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের কাজটি করে নিবে।
আজকের আলোচনায় তোমরা যে সকল প্রশ্নের সমাধান খুঁজে পাবে:
আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-
১. ইহুদি বংশের ৩ জন লোকের কি কি শারীরিক সমস্যা ছিল?
উত্তর: ইহুদি বংশের ৩ জন লোকের একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক আরেকজনের দুই চোখ অন্ধ ছিল।
২. সততার পুরস্কার গল্পের তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও:
উত্তর: সততার পুরস্কার গল্পের তৃতীয় ব্যক্তি ছিল সততা ও নৈতিক মূল্যবোধের ধারক। সে কৃতজ্ঞতাবোধের সমুজ্জ্বল। সম্পদশালী হয়েও সে তার অতীতকে ভুলে যায়নি।
৩. সততার পুরস্কার গল্পটির শিক্ষণীয় দিক অল্প কথায় লিখ:
সততার পুরস্কার গল্পের শিক্ষণীয় দিকটি হলো-
সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা। এই গল্পে আর একটি শিক্ষণীয় দিক হলো অতীতকে মনে রাখা।
৪. লোকে যোগেন বসাককে মহৎ লোক বলে ভাবতো কেন?
উত্তর: মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী অনাথ একটি শিশু। দূর সম্পর্কের পিসিমার বাড়িতে আশ্রয় পেয়েছে সে। শুধু পেট ভাতার বিনিময়ে সে যোগেন বসাকের বাড়িতে কাজ করে। মিনুর মত সর্ব গুণান্বিতা ২৪ ঘন্টার চাকরানী পেয়েছে যোগেন বসাক।
কিন্তু লোকে কেবল আশ্রয়ের দিকটি ভেবে যোগেন বসাককে মহৎ লোক ভাবেন।
৫. বোলতা ভীমরুল কে মিনু শত্রু ভাবে কেন?
উত্তর: একবার বলতো বা ভিমরুল নুনুকে কামরে ছিল বলে সে বোলতা ভীমরুল কে শত্রু মনে করে।
মিনু কথা বলতে ও শুনতে না পেলেও তার চোখের দৃষ্টিশক্তি রয়েছে। সেটা দিয়ে সে প্রকৃতির সাথে গভীরভাবে জমায়। একবার বলতে ভিমরুল তাকে কামড়ে ছিল।
সে যন্ত্রণা সে ভুলে যায়নি। এজন্য সে বোলতা ভীমরুল কে সহ্য করতে পারেনা।
৬. মিনুর অনেক জ্বর থাকা সত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিলো কেনো?
উত্তর: মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে আসার কারণ: জ্বর নিয়ে খিরকি দরজা লাগাতে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে সে। তারপর চোখ গেল সেই সরু ডাল টার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার। কারণ হলদে পাখি ডালে বসেছে। সে ভেবে নিল, বাবা নিশ্চয়ই এসেছে। তাই অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল সে।
৭. সমঝদার আর ঘর ছাড়া মানুষ কেন কিসের টানে মিশরের ছুটে যায়?
উত্তর: নীলনদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবনবিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানেই সমজদার আর ঘর ছাড়া মানুষ ছুটে যায় মিশরে।
৮. নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখক এর অভিব্যক্তির পরিচয় দাও:
উত্তর: নীলের উপর দিয়ে চলছে মাঝারী ধরনের খেলা মহাজনী নৌকা- হাওয়াতে কাত হয়ে থেকোনা পাল পেটুক ছেলের মত পেট ফুলিয়ে দিয়ে। ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলে, হয়তো পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, 9 নৌকাটি পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নিলে তো লিয়ে যাবে।
অর্থাৎ এক্ষেত্রে লেখক এর অভিব্যাক্তি আনন্দময় উভয়ের মিশ্রন ছিল।
৯. মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কি বিশ্বাস করতেন?
উত্তর: মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা বিশ্বাস করতেন, মৃত্যুর পর তাদের শরীর পচে গেলে বা আঘাতের ফলে ক্ষত হলে অনন্ত জীবন লাভ করতে পারবে না। মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে পিরামিডের ভেতর ঢুকিয়ে রাখলে সেই মমি কেউ ছুঁতেও পারবে না।
১০. নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী শারীরিক গঠন এর বর্ণনা দাও:
উত্তর: নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী শারীরিক গঠন-
সুদান বাসীদের সবাই প্রায় ৬ ফুট লম্বা। দৈর্ঘ্য ৬ ফুট এর চেয়েও বেশি। হৃদয়ের রং ব্রঞ্চ এর মত। এদের ঠোঁট নিগ্রো দের মত। পুরো নয়, টকটকে লাল নয়।
আশা করছি উপরোক্ত আর্টিকেলটি তোমাদের অনেক কাজে লাগবে। ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান করার জন্য এগুলো কাজে লাগিয়ে নিজেদের মেধা মনন খাটিয়ে উত্তর করে নিবে।
তোমাদের জন্য আজকের এই তথ্যটি প্রদান করেছে খাদিজাতুল কোবরা স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ।
তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে। তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো-
- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice
দেশের সকল স্তরের শিক্ষা, প্রশিক্ষণ, চাকুরি, বৃত্তিসহ সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন;
ইউটিউবে সকল তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।
তোমার জন্য বাছাইকৃত কিছু তথ্য:
- ৬ষ্ঠ শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – মূল্যায়ন নির্দেশিকাসহ
- ৬ষ্ঠ শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশিত – ডাউনলোড করুন
- শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কে, কখন আর কিভাবে দিবে – বিস্তারিত
nice
Awesome