সকল শিক্ষা প্রতিষ্ঠান জরুরী ভিত্তিতে খুলে দেওয়ার নির্দেশ
ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য আঘাতে উপদ্রুত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য জরুরিভিত্তিতে খুলে দেওয়া, সহযােগিতা প্রদান ও তথ্য প্রেরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৬ মার্চ ২০২১ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দ্যেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য আঘাতে উপদ্রুত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য জরুরিভিত্তিতে খুলে দেওয়া, সহযােগিতা প্রদান ও তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
১। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য আঘাতে উপদ্রুত (বাংলাদেশের উপকূলীয় ও তৎসংলগ্ন)। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য স্বাস্থ্যবিধি মেনে জরুরিভিত্তিতে খুলে দিতে হবে।
আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সংগ্রহ করে জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন।
জেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট জেলার সমন্বিত তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিম্নে প্রদত্ত ই-মেইলে প্রেরণসহ সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকের নিকট অনুলিপি প্রেরণ করবেন;
২। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মােকাবিলায় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত পূর্ববর্তী এবং আঘাত পরবর্তী সময়ে উপদ্রুত এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল পর্যায়ের দপ্তর ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন/দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সম্পৃক্ত থেকে প্রয়ােজনীয় সহযােগিতা প্রদান করতে হবে।
বিষয়টি সংশ্লিষ্ট এলাকার সকল দপ্তর/প্রতিষ্ঠান প্রধান/নিয়ন্ত্রণকারী কর্মকর্তাগণকে নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক উপপরিচালক ও পরিচালকগণ বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করবেন।
৩। ঘূর্ণিঝড় ইয়াসের বিষয়ে শিক্ষা সংশ্লিষ্ট যেকোন তথ্যের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব আশেকুল হক, সহকারী পরিচালক (এইচ.আর.এম), মােবাইল নং ০১৭১১৭০৪৭২৫ এর সঙ্গে যােগাযােগ করা যেতে পারে; এবং
৪। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে উপদ্রুত এলাকায় যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তাহলে ঘূর্ণিঝড় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নিম্ন ছকে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারগণ সফট কপি (MS Word -মুডে) dsheflood2019@gmail.com ই-মেইল যােগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন:
নমূনা ছকসহ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্য:
- ৯ম শ্রেণি ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা, রসায়ন, ভূগোল ও ব্যবসায় উদ্যোগ
- ৮ম শ্রেণি ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিজ্ঞান এবং চারু ও কারুকলা