সংসদ টিভি বা অনলাইনে ক্লাস করার সুযোগ নেই এমন তথ্য চেয়েছে মাউশি
সংসদ টিভি বা অনলাইনে ক্লাস করার সুযোগ নেই এমন তথ্য চেয়েছে মাউশি: সংসদ টিভি বা অনলাইনে ক্লাস করার সুযোগ নেই এমন তথ্য চেয়েছে মাউশি।
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার দেশের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিদ্যালয় বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের পাঠিয়ে সম্পৃক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে সংসদ টিভি চ্যানেলে এবং অনলাইনে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করা হচ্ছে।
- আরও পড়ুন:
যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ টিভি চ্যানেল এবং অনলাইনে ক্লাস করার সুযোগ নেই সে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ০৩ জুন ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য চাওয়া হয়।
যে সকল এলাকায় সংসদ বাংলাদেশ টেলিভিশন দেখা যায় না এবং অনলাইনে ক্লাস করার সুযোগ নেই ওইসব এলাকার বিদ্যালয়ের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংসদ টিভি বা অনলাইনে ক্লাস করার সুযোগ নেই এমন তথ্য চেয়েছে মাউশি
Covid-19 বা করোনাভাইরাস মহামারীর সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
“আমার ঘরে আমার স্কুল” নামে শিক্ষা বিষয়ক কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমে সম্প্রচার করে আসছে।
সংসদ বাংলাদেশ টেলিভিশন এর ক্লাস চলাকালীন সময়ে সাথে সমন্বয় করে যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে পারবে
অর্থাৎ সংসদ বাংলাদেশ টেলিভিশন যে সময়ে যে শ্রেণীর ক্লাস চলে ওই সময়ে অন্য শ্রেণীর ক্লাস অথবা সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আমার ঘরে আমার স্কুল নামে শিক্ষা বিষয়ক কার্যক্রম এর আগে এবং পরে তাদের শ্রেণি কার্যক্রম চালাতে পারবে।
তবে এ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে কোন অর্থ দাবি করা যাবে না।
যে সকল এলাকায় সংসদ বাংলাদেশ টেলিভিশন দেখা যায় না এবং অনলাইনে ক্লাস পরিচালনা করার সুযোগ নেই ওই এলাকার বিদ্যালয়ের তথ্য আগামী ০৭ জুন ২০২০ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত মোতাবেক করার নির্দেশনা প্রদান করা হয়।
ইমেইল প্রেরণের ঠিকানা: agas@gmail.com
ছট প্রেরণের সময় কি কারনে বিদ্যালয় সংসদ টিভি চ্যানেল দেখা যায় না বা অনলাইনে ক্লাস করা সম্ভব হয় না তা উল্লেখ করার কথা বলা হয়েছে।
ইউটিউবে সংসদ টেলিভিশন এর ক্লাস গুলো দেখার জন্য নিচের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–