শিক্ষা প্রতিষ্ঠানে মামলার তথ্য চেয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (নমূনা ছকসহ)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে মামলার তথ্য প্রেরণের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড; শিক্ষা প্রতিষ্ঠানে মামলার তথ্য প্রেরণ ও নির্ধারিত ছকও প্রকাশ করেছে চশিবো;
১৬ আগস্ট ২০২০ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বোর্ডের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরকে মামলা সংক্রান্ত তথ্য প্রেরণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আগামী ২০ আগস্ট ২০২০ তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত ইমেইল এড্রেস এ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজের প্রধান কে জানানো হয়েছে যে,
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো মামলা থাকলে তা সংযুক্ত ছক মোতাবেক পূরণকৃত সকল তথ্য এবং মামলা সংক্রান্ত সকল ডকুমেন্ট স্ক্যান কপি বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলীর বরাবর প্রেরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
সংক্রান্ত তথ্য প্রেরণের জন্য একটি নমুনা ছক প্রদান করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের মামলা সংক্রান্ত তথ্য প্রেরণ
প্রতিষ্ঠানের নাম:
EIIN:
উপজেলা:
জেলা:
প্রতিষ্ঠান প্রধানের মােবাইল নম্বর :
মামলা নং
বছর:
মামলার ধরণ:
মামলার তারিখ:
আদালতের নাম:
প্রশাসনিক ট্রাইবুনাল হলে-নাম:
জেলা আদালত থাকলে- নাম:
আপিলের অবস্থা:
সচিব প্রতিপক্ষ/কনটেম্পটার কিনা?
অধিদপ্তর/প্রতিষ্ঠান প্রধান কত নং প্রতিপক্ষ:
পিটিশনারের নাম:
ঠিকানা:
মামলার বিষয়:
জবাব চাওয়ার তারিখ:
রায়ের তারিখ:
মামলার রায়:
মামলার সর্বশেষ অবস্থা:
মামলা নিষ্পত্তির বছর:
স্বাক্ষর ও সীল
সংযুক্ত নমুনা ছক টি ডাউনলোড
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সরাসরি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভর্তি, পরীক্ষা, রেজিস্ট্রেশন, ফরম ফিলাপসহ বোর্ড সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক এবং ফলো করে রাখুন।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েব পেইজ প্রতিদিন একবার ভিজিট করুন।