২০২০ থেকে দেওয়া হবেনা প্রধান শিক্ষক রেজিষ্টার ও শিক্ষক ডায়েরী; সফট কপি ব্যবহারের নির্দেশ
মাধ্যমিক বিদ্যালয় সমূহের পিবিএম (প্রধান শিক্ষক রেজিষ্টার ও শিক্ষক ডায়েরী) ২০২০ সাল থেকে আর দেওয়া হবেনা মর্মে ঘোষনা করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ।
গত ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এমন ঘোষনা দেওয়া হয়।
হার্ড পিবিএম উপকরণ (প্রধান শিক্ষক রেজিষ্টার ও শিক্ষক ডায়েরী) অনলাইন থেকে প্রিন্ট করে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
পিবিএম উপকরণ সমূহ ব্যবহারের কিছু জরুরী নিদের্শনা দেওয়া হয় যা নিন্মে উল্লেখ করা হল-
১. প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠান প্রধানের রেজিষ্টার ও শিক্ষকগণ শিক্ষক ডায়েরির সফট কপি ওয়েব সাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে এর আগে সরবরাহকৃত হার্ডকপির ন্যায় নিয়মিত ব্যবহার ও সংরক্ষণ করবে।
২. শিক্ষকের ডায়েরি ডাউনলোড ও প্রিন্ট করে নিয়মিত ব্যবহার করার বিষয়টি প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।
৩. প্রতিষ্ঠান প্রধান প্রতি মাসে একবার শিক্ষকের ডায়েরিতে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী লিপিবদ্ধ পাঠ পরিকল্পনা এবং অন্যান্য তথ্যাদি (স্বল্প কৃতিধারী শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম এবং পরিবীক্ষণ, বিষয়ভিত্তিক শিক্ষক সভা, অনুপস্থিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত রেকর্ড সমূহ) পর্যবেক্ষণ করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন।
৪. মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ মাউশি/সেসিপের ওয়েবসাইট হতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধানের রেজিষ্টার ও শিক্ষকের ডায়েরির Soft Copy ডাউনলোড করে প্রিন্ট করে বিদ্যালয় সমূহে ব্যবহারের কার্যক্রম তদারকি ও এর ব্যবহার নিশ্চিত করবেন।
আপনাদের সুবিদার্থে প্রধান শিক্ষক রেজিষ্টার ও শিক্ষক ডায়েরি আমাদের ওয়েব সাইটে ডাউনলোড করার ব্যবস্থা রেখেছি।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
আমাদের মাধ্যমে আপনি বিদ্যালয়ে বসে প্রধান শিক্ষক রেজিষ্টার ও শিক্ষক ডায়েরির প্রিন্ট কপি পেতে পারেন।
অফিসে বসে প্রিন্ট কপি পেতে আমাদের নিচের ঠিকানায় ইমেইল করুন: banglanotice@gmail.com
প্রতিষ্ঠান প্রধান রেজিষ্টার (সফট কপি) | ডাউনলোড করুন |
শিক্ষক ডায়েরি (সফট কপি) | ডাউনলোড করুন |
অথবা ফোন করুন: 01970-447979
শিক্ষা সংক্রান্ত গ্রহনযোগ্য তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগদিন।
আরও পড়ুন-
- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি তথ্য সংগ্রহ ফরম ও নিয়মাবলী
- অনলাইন এমপিও আবেদন নিস্পত্তি নতুন সময়সূচী ২০২৪
- নতুন এমপিও আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন আবেদনের নিয়ম
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন
- আনন্দধারা: সবাই মিলে বনভোজন আয়োজন
- সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন
- কলেজ ভর্তি নিশ্চায়ন বাতিল আবেদন ফরম ও নিয়মাবলি
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন