যুগান্তরে চাকুরির বিজ্ঞপ্তি – ১৪ সেপ্টেম্বর ২০২০ – শিক্ষক ও কর্মচারী নিয়োগ
যুগান্তরে চাকুরির বিজ্ঞপ্তি: জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ সমূহে শিক্ষক-কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। যুগান্তরে চাকুরির বিজ্ঞপ্তি গুলো দেখুন ও শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। যুগান্তরে চাকুরির বিজ্ঞপ্তি গুলো পেতে আমাদের সাথেই থাকুন।
নিয়োগ বিজ্ঞপ্তি-০১:
চরনিখলা উচ্চ বিদ্যালয়, ডাকঘর ও উপজেলা-ঈশ্বরগঞ্জ, জেলাময়মনসিংহের জন্য শূন্য পদে সরকারী বিধি মােতাবেক একজন সহকারী প্রধান শিক্ষক ও জনবল কাঠামাে ২০১৮ অনুযায়ী নব সৃষ্ট পদে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে একজন কম্পিউটার ল্যাব সহকারী আবশ্যক।
উভয় পদে সােনালী ব্যাংক লিঃ ঈশ্বরগঞ্জ শাখার অনুকূলে ১০০০/টাকার (অফেরতযােগ্য) ব্যাংক ড্রাফট ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রিধান শিক্ষক বরাবর আবেদন করুন।
— প্রধান শিক্ষক
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২:
(২য় বার) : ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা : মনপুরা, জেলা : ভােলার জন্য সেসিপের আওতায় চলমান ভােকেশনাল কোর্সের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক এবং ড্রেস মেকিং-ট্রেডে ০১ জন করে মােট ০২ জিন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আবশ্যক।
শিক্ষাগত যােগ্যতা কোন স্বীকৃত বাের্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভােকেশনাল)/(ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ (সমমান সিজিপিএ)।
নতুন আবেদনকারীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক, মােবাইল : ০১৭১৭৩৪৩৮০৭
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৩:
আবশ্যক (২ বার) : সরকারি ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় বিধিমােতাবেক একজন অধ্যক্ষ ও একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী (কম্পিউটারে অভিজ্ঞতার শির্তে) আলিম/সমমান আবশ্যক।
মাদরাসার নামে অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় অফেরতযােগ্য পেঅডার যথাক্রমে ১০০০/- ও ৫০০/টাকাসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন।
সভাপতি, কাশিপুর মুহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, পােঃ মহেষগঞ্জ, সােনাইমুড়ী, নােয়াখালী।
নিয়ােগ বিজ্ঞপ্তি-০৪:
সিলেট শহর থেকে ২০ কি:মি: দূরে কলেজ শাখা স্বীকৃতিপ্রাপ্ত ও শীঘ্রই এমপিওভুক্তির সম্ভাবনা রয়েছে। এমপিওভুক্ত হলে অধ্যক্ষ পদে পদায়নের সুবর্ণ সুযােগসহ আল-আজম হাইস্কুল অ্যান্ড কলেজ, ডাক-আমতৈল, উপজেলা-বিশ্বনাথে সরকারী বিধিমােতাবেক একজন প্রধান শিক্ষক আবশ্যক।
আগ্রহীরা বিজ্ঞপ্তির ১৫ দিনের মধ্যে ২ কপি ছবি, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা সনদসহ আবেদন করুন।
উল্লেখ্য ০৭-০২-২০২০ইং তারিখের পরের আবেদনকারীদের পুনরায় আবেদন নিষ্প্রয়ােজন। সভাপতি ০১৭১৭৯০৮৫৮৬
নিয়ােগ বিজ্ঞপ্তি-০৫ :
সরকারী বিধিমােতাবেক মিতিঙ্গাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর : কলমপতি-৪৫১০, উপজেলা : কাউখালী, জেলা : রাঙ্গামাটি পার্বত্য জেলা।
নিম্নেবর্ণিত পদসমূহে আবশ্যক-
- ১. প্রধান শিক্ষক-১ জন বিএ পাস, অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর।
- ২. অফিস সহকারী ১ জন, এইচএসসি,
- ৩, অফিস সহায়ক ১ জন, ৮ম শ্রেণী,
- ৪. ঝাড়ুদার-১ জন, ৮ম শ্রেণী আবশ্যক।
১নং পদের জন্য ১০০০ টাকা, ২নং-৪নং পদের জন্য ৩০০ টাকা করে আবেদন পত্রের সাথে পে-অর্ডার করতে হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। -সভাপতি।
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৬:
সরকারী বিধি মােতাবেক মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাকঘর-ভাউকসার বাজার, উপজেলা-বরুড়া, কুমিল্লার জন্য শূন্য পদে একজন প্রধান শিক্ষক আবশ্যক।
প্রার্থীগণ প্রয়ােজনীয় কাগজপত্র, ২ কপি ছবি, এক হাজার টাকার অফেরতযােগ্য ব্যাংক ড্রাফট সহ জনতা ব্যাংক ভাউকসার বাজার শাখার অনুকুলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন।
সভাপতি-০১৭৩৩৫৫০৩২৪
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৭
আবশ্যক (২য় বার) : সরকারি বিধি মােতাবেক হরিরামপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর : চর হাজীগঞ্জ, উপজেলা : চরভদ্রাসন, জেলা : ফরিদপুর।
এএসএসসি ভােকেশনাল শাখায় সেসিপ প্রকল্পের আওতায় ০১ জন করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট (১. কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি, ০২, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস)।
সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভােকেশনাল ব্যবসা ব্যাবস্থাপনায় ২য় বিভাগ আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের পত্রিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে মার্কশীট ও ১,০০০/- টাকার পােষ্টাল অর্ডার, প্রয়ােজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করুন। মােবাঃ ০১৭১৩-৫৯৪৭৬৭
নিয়ােগ বিজ্ঞপ্তি নং-০৮
(৩য় বার) : ভুলুয়া ডিগ্রি কলেজ, নােয়াখালী সদর, নােয়াখালীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি সর্বশেষ বিধি মােতাবেক প্যাটার্নভুক্ত শূন্য পদে গ্রন্থাগারিক, অবসরজনিত শূন্য পিদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নব সৃষ্ট শূন্য পদে ল্যাব সহকারী (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি), ল্যাব সহকারী ২য় পদ (পদার্থ বিজ্ঞান) এক জন করে নিয়ােগ করা হবে।
যথাক্রমে ৭০০/- ৫০০/৩০০/- টাকার পােস্টাল অর্ডার এবং প্রয়ােজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
পূর্বের আবেদনকারীদের পুনঃ আবেদন নিপ্রয়ােজন।
নিয়ােগ বিজ্ঞপ্তি নং-০৯:
২য় বার: সরকারি বিধিমোতাবেক শহীদ আমিনুর রহমান খান বাপ্পী মাধ্যমিক বিদ্যালয় পাঁচটিকড়ী নৈব প্রতিষ্ঠিত ডাকঘরঃ পাঁচটিকটী, উপজেলা: ঘাটাইল, জেলা টাঙ্গাইলের জন্য-
- প্রধান শিক্ষক- ১জন,
- সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)- ১ জন,
- সহকারী শিক্ষক (বাংলা)-১ জন,
- সহকারী শিক্ষক (ইংরেজী)- ১ জন,
- সহকারী শিক্ষক (গণিত)- ১ জন,
- সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)- ১ জন,
- সহকাৱী শিক্ষক (কৃষি শিক্ষা)- ১ জন,
- সহকারী শিক্ষুক (ইসলাম শিক্ষা)- ১জন,
- সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)- ১জন,
- সহকারী শিক্ষক (গার্হস্থ্য)- ১জন,
- সহকারি শিক্ষুক (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি)- ১জন,
- সহকারী শিক্ষক (চারু এবং কারুকলা)-১ জন
- অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর- ১ জন,
- নিরাপত্তাকর্মী-১ জন,
- পরিচ্ছন্নতাকর্মী-১ জন,
- নৈশপ্রহরী- ১ জন,
- আয়া- ১ জন আবশ্যক
শিক্ষক পদে ১০০০/- টাকা অন্যান্য পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট সােনালী ব্যাংক ঘাটাইল শাখার অনুকূলে ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে সদস্য সচিব বরাবর আবেদন করতে হবে।
পূর্বে আবেদন কারীদের আবেদন করার প্রয়োজন নাই। যোগাযােগ-০১৭১৮-৭৬১৪৪৭
নিয়োগ বিজ্ঞপ্তি নং-১০:
সরকারি বিধি মােতাবেক মানিকপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর-কে.টি.এম হাট, উপজেলা-কোম্পানীগঞ্জ, জেলা-নােয়াখালীর জন্য শূন্য পদে প্রধান শিক্ষক নিয়ােগ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে উপরােক্ত ঠিকানায় ডাকযােগে আবেদন করার জন্য অনুরােধ করা হল।
পূর্বে আবেদনকারীরা পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না –সভাপতি।
(সূত্র: দৈনিক যুগান্তর ই-পত্রিকা, তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২০)
প্রতিদিনের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন।
এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।