মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন প্রেরণের সঠিক নির্দেশনা প্রকাশ
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন বেসরকারি মাদ্রাসা সমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতাদির জন্য আবেদনের সঠিক নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনাসহ বেতন-বিলের নমুনা কপি প্রদান করেছে কর্তৃপক্ষ। ০২ নভেম্বর ২০২১ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মােহাম্মদ আবু নঈম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন প্রেরণের সঠিক নির্দেশনা প্রকাশ হয়।
সকল মাদ্রাসা প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য বকেয়া বেতন-ভাতা দাবী সংক্রান্ত আবেদন সঠিক ভাবে দাখিল করার বিষয়ে বলা হয়-
এমপিওভূক্ত মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীগণ বিভিন্ন কারণে বকেয়া বেতন – ভাতাদির আবেদন মেমিস সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে কিংবা হার্ড কপিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দাখিল করে থাকেন।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠান প্রধান/ জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা মাধ্যমিক/থানা শিক্ষা অফিসার এর অগ্রায়ণ থাকে না। এমনকি ইতঃপূর্বে প্রেরিত ছক অনুযায়ী মাস ও খাত ভিত্তিক বকেয়া দাবি নির্ধারণ করা থাকে না।
তাছাড়া আবেদনের সাথে | বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) এর পরিশিষ্ট”ঙ” মােতাবেক চাহিত তথ্যাদি ও অন্যান্য প্রয়ােজনীয় ডকুমেন্টস সংযুক্ত করা হয় না।
যার ফলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বকেয়ার দাবী সংক্রান্ত অসম্পূর্ণ আবেদনে কার্যক্রম গ্রহণ করা সম্ভবপর হয় না।
এমতাবস্থায়, এখন থেকে এমপিও ভূক্ত মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীগণের অনুর্ধ ০৬ (ছয়) মাস পর্যন্ত দাবীকৃত বকেয়া বেতনভাতাদির আবেদন মেমিস সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে এবং ০৬ (ছয়) মাসের উর্ধ্বের ও বিজ্ঞ আদালতের আদেশমূলে দাবীকৃত বকেয়া বেতন-ভাতাদি’র আবেদনে প্রতিকারপ্রার্থীর নিজস্ব স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রধান/ জেলা শিক্ষা অফিসার কিংবা
উপজেলা মাধ্যমিক/থানা শিক্ষা অফিসার এর অগ্রায়ণ হার্ড কপিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত নির্ধারিত ছক এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) এর পরিশিষ্ট-“ও” মােতাবেক চাহিত তথ্যাদি ও অন্যান্য প্রয়ােজনীয় ডকুমেন্টসসহ দাখিল করতে হবে। সংশ্লিষ্ট সকলকে উপরিল্লিখিত বিষয়াদি অনুসরণ করার জন্য অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন প্রেরণের সঠিক নির্দেশনাটি দেওয়া হল
মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন প্রেরণের সঠিক নির্দেশনায় উল্লেখিত বেতন বিলের ছকটি দেখুন
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তিঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।