প্রথম পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শূণ্য আসন ও নূণ্যতম জিপিএ তালিকা
অনলাইনে শুরু হওয়া একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের কে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশ টি কলেজ পছন্দ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে;
আরও পড়ুন: ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচী
এখন আমরা জানবো কোন শিক্ষা বোর্ডের কোন প্রতিষ্ঠান ন্যূনতম জিপিএ কত চেয়েছে তার তালিকা;
শিক্ষাবোর্ড অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর তালিকা ডাউনলোড করে কোন প্রতিষ্ঠানে কত আসন খালি আছে এবং নূন্যতম কত জিপিএ চেয়েছে তার ওপর ভিত্তি করে তোমার কলেজ পছন্দের তালিকা তৈরি করবে;
আবেদন পূর্ববর্তী কলেজ পছন্দের তালিকা তৈরি করতে বাংলা নোটিশ ডট কম এর একাদশ শ্রেণীর ভর্তি প্রিপারেশন ফর্ম ডাউনলোড করে পূরণ করে নিলে তোমাদের জন্য ভর্তি কার্যক্রম সম্পন্ন করা আরো সহজ ও সাবলীল হবে;
ফরমটি ডাউনলোড ব্যবহারবিধি জানতে ভিজিট করো: একাদশ শ্রেণি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম ডাউনলোড
এখন আমরা জানব শিক্ষা বোর্ড এর তালিকা অনুযায়ী কোন প্রতিষ্ঠানে সর্বনিম্ন জিপিএ কত চেয়েছে তার বিবরণ;
শিক্ষা বোর্ডের নামের উপর ক্লিক করলে সরাসরি পিডিএফ ফাইলটি তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে;
এরপর PDF টা ওপেন করে ন্যূনতম জিপিএ এবং আসন সংখ্যা জেনে নিতে পারবে।
- ১. ঢাকা শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠানসমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ২. কুমিল্লা শিক্ষাবোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ৩. রাজশাহী শিক্ষাবোর্ডের প্রতিষ্ঠানসমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ৪. যশোর শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানসমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ৫. চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানসমূহের ন্যূনতম জিপিও আসন সংখ্যা;
- ৬. বরিশাল শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান সমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ৭. সিলেট বোর্ডের প্রতিষ্ঠানসমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ৮. দিনাজপুর বোর্ডের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ৯. মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান সমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
- ১০. ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান সমূহের ন্যূনতম জিপিএ ও আসন সংখ্যা;
একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো করে রাখ;