পল্লী প্রগতি সহায়ক সমিতি(পিপিএসএস)তে চাকরির সুযোগ
পল্লী প্রগতি সহায়ক সমিতি দেশের দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন প্রতিষ্ঠান। পল্লী প্রগতি সহায়ক সমিতি তে পিকেএসএফ ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা, শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য জরুরী ভিত্তিতে ইউনিট ম্যানেজার (ক্ষুদ্রঋণ কার্যক্রম) পদের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করছে।
পদের নামঃ- ইউনিট ম্যানেজার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদ সংখ্যাঃ -12
কাজের দায়িত্ব:-
ক্ষুদ্রঋণ কার্যক্রম গুণগতমানে অব্যাহত রাখতে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত প্রণয়ণ করা।
অফিস ও হিসাব ব্যাবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা রাখা ও সে মতে বাস্তবায়ন নিশ্চিত করা।।
মান সম্মত কর্মী ব্যবস্থা নিশ্চিত করা।
অধীন্যস্ত কর্মীর দুর্বলতা চিহ্নিতকরণ পূর্বক প্রয়োজনীয় ওরিয়েন্টেশন প্রদান ও সবলতা নির্ণয় করে উৎসাহিত করা।
বার্ষিক বিজনেস প্ল্যাণ করা ও সে মতে লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে সচেষ্ট থাকা।
গুনগতমানের বিনিয়োগ নিশ্চিত করতে সঠিকতা নিরুপণের সাথে সদস্য যাচাই ও ঋণ প্রদানের পূর্বে ঋণীর পারিবারিক, সামাজিক,আর্থিক ও প্রকল্পের সক্ষমতা যাচাই নিশ্চিত করা।
নিয়মিত সমিতি পরিদর্শন ও ব্যালান্সিং ক্রসচেক করা।
সর্বদা ঋণ কর্মসুচির ঝুঁকি বিশ্লেষণ ও সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করে কর্মসুচি পরিচালনা করা।
সকল স্তরে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় সাধন করা।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোন বিষয়ে স্নাতক/সমমান পাশ। তবে স্নাতকোত্তর হলে অগ্রাধিকার দেয়া হবে।
কাজের অবিজ্ঞতাঃ– কমপক্ষে ০৫ বছর
অতিরিক্ত আবশ্যকতাঃ
পিকেএসএফ অর্থায়নভূক্ত যে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ইউনিট ম্যানেজার পদে কমপক্ষে ০৫বছর কাজ করার অভিজ্ঞতা ও ৫ কোটি টাকার উর্দ্ধে ঋণস্থিতি সম্পন্ন শাখা/ইউনিট পরিচালনায় দক্ষ হতে হবে।
শিক্ষানবীশকাল ০৬মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবীশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
ক্ষুদ্রঋণ কার্যক্রমের বর্তমান প্রেক্ষাপট/পরিস্থিতি, মাঠ পর্যায়ে বিদ্যমান ঝুঁকি ও উত্তোরণের কৌশল, ভবিষ্যত চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিট পর্যায়ে সময়োপযোগী করণীয় বিষয়ে উদ্যোগ গ্রহণের বিশেষ দক্ষতা সম্পন্ন হতে হবে।
ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার, কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট/ইমেইল ব্যবহার এবং বাংলা ও ইংরেজি টাইপিং জানা বাধ্যতামূলক।
প্রার্থীকে আবেদনের সাথে পূর্ববর্তী সকল কর্মস্থলের ছাড়পত্র দাখিল করতে হবে।
ক্ষুদ্রঋণ কর্মসুচি হতে চাকুরীচ্যুত কিংবা ক্ষুদ্রঋণ কর্মসুচি র্বতিরেকে অন্য পেশায় নিয়োজিত প্রার্থীর ক্ষেত্রে আবেদনের প্রয়োজন নাই।
প্রার্থীকে সংস্থার প্রয়োজনে যে কোন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বৃহত্তর ফরিদপুর এলাকার প্রার্থীর ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
কাজের জায়গায়ঃ বাংলাদেশের যেকোনো স্থান
বেতনঃ-
২৫০০০/- হতে ৩২০০০/- তবে শিক্ষানবীশকালে এবং স্থায়ীকরণের পর মাসিক বেতন প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা বর্ধিত করার সুযোগ থাকবে।
অন্যান্য সুযোগ ও সুবিদাঃ-
চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী ০৩টি উৎসব বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, মোবাইল ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদনের আগে পড়ুনঃ–
হাতে হাতে/ডাক/কুরিয়ার প্রেরণের ক্ষেত্রে খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। পিপিএসএস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদন প্রক্রিয়াঃ-
আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ বর্তমান এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করে আবেদন আগামী ০৯/০৯/২০২০ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পল্লী প্রগতি সহায়ক সমিতি (পিপিএসএস), এস এ পরিবহন গলি, শাপলা সড়ক, আলীপুর, ফরিদপুর বরাবরে হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। অথবা ppssfaridpur@yahoo.Com ইমেইল যোগে প্রেরণ করা যেতে পারে।
আবেদনের শেষ তারিখ : 9 Sep 2020
আরো চাকরিত খবর পেতে নিচে ক্লিক করুনঃ