চাকরির বিজ্ঞপ্তিবেসরকারি চাকরি

নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত ১৪ সেপ্টেম্বর মাদ্রাসায় যত নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় দৈনিক পত্রিকা নয়াদিগন্ত পত্রিকায় ১৪ সেপ্টেম্বর মাদ্রাসায় যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনাদের সুবিদার্থে বাংলা নোটিশ ডট কম এ প্রকাশিত হল; এটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন এবং নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন-

নিয়োগ বিজ্ঞপ্তি-০১

আবশ্যক (২য় বার) : সরকারি ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিধিমােতাবেক একজন অধ্যক্ষ ও একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী (কম্পিউটারে অভিজ্ঞতার শর্তে) আলিম/ সমমান আবশ্যক।

মাদরাসার নামে অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় অফেরৎযােগ্য পে-অর্ডার যথাক্রমে ১০০০/- ও ৫০০/টাকাসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন।

সভাপতি-কাশিপুর মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা, পাে:মহেষগঞ্জ, সােনাইমুড়ী, নােয়াখালী।

নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২:

আবশ্যক: নুতন আন্ডারচর এমদাদুল উলুম দাখিল মাদরাসা, পাে: আন্ডারচর উপজেলা : কলিকিনি, জেলা : মাদারীপুরের জন্য সরকারি বিধি ও এমপিও নীতিমালা ২০১৮ ইং মােতাবেক শূন্য পদে সুপারিনটেনডেন্ট , সৃষ্ট পদে সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার ও আয়া একজন করে আবশ্যক।

প্রতি পদে ৫০০ টাকার পোস্টাল অর্ডার অফেরৎযোগ্য ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে-সভাপতি।

নিয়োগ বিজ্ঞপ্তি-০৩:

আবশ্যক : সরকারি বিধিমােতাবেক চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদরাসা, ডাক: শরীফগঞ্জ, উপজেলা: জকিগঞ্জ, সিলেট-এর জন্য শূন্যপদে একজন অফিস সহকারী, একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন নৈশপ্রহরী এবং নবসৃষ্ট পদে একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া আবশ্যক।

বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের ভেতরে আবেদন পৌছাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৪:

আবশ্যক : সরকারি বিধিমােতাবেক পীরগাছী দারুস সুন্নাত দাখিল মাদরাসা, ডাকঘর : মুশরীভূজা, উপজেলা : ভােলাহাট, জেলা চাপাইনবাবগঞ্জ-এর জন্য একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া আবশ্যক।

শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম জেডিসি/জেএসসি/ সমমান পাস বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে রূপালী ব্যাংক, ভােলাহাট শাখার হিসাব নং৩৫৫৮০১০০০৪৩৭৮ এর অনুকুলে ৫০০/-(পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরৎযােগ্য), চার কপি ছবি ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবরে আবেদন করতে হবে।

-সভাপতি, মােবাইল নং-০১৭১৪৯৩০৪১৭

নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৫:

আবশ্যক : নূরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, ডাক: গােবিন্দগঞ্জ, উপজেলা : ছাতক, জেলা: সুনামগঞ্জ সর্বশেষ সরকারি বিধিমোতাবেক একজন আয়া, একজন নিরাপত্তাকর্মী আবশ্যক।

বিজ্ঞপ্তির ১৫ দিনের মধ্যে এক হাজার টাকার ব্যাংক ড্রাফট (ফেরতযােগ্য), ২ কপি ছবি ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর পাঠাতে হবে। – সুপার।

জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

2 Comments

  1. মাদরাসায় গ্রন্থাগারিক পদের জন্য যে দাবি করা হয়েছিলো তার সমাধান কি হয়েছে? যে কেউ কি আবেদন করতে পারবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ