নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ও বস্তুর ঘনত্ব নির্ণয়
বন্ধুরা আজ তোমাদের জন্য নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বিষয়ের নবম এসাইনমেন্ট এর প্যাসকেলের সূত্রের বিবৃতি নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ও বস্তুর ঘনত্ব নির্ণয় নিয়ে আলোচনা করবো; এতে তোমরা প্যাসকেলের সূত্রের বিবৃতি নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ও বস্তুর ঘনত্ব নির্ণয় সংক্রান্ত এসাইনমেন্ট এর উত্তর লিখতে পারবে;
আজকের আলোচনা শেষে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দিতে পারবে-
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
২। 400cm’ আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন 19.6 N পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68N। পরীক্ষণীয় স্থানের অভিকর্ষজ ত্বরণ, g = 9.8m/s।
- (ক) প্যাসকেলের সূত্র বিবৃত কর।
- (খ) নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। ব্যাখ্যা কর।
- (গ) উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় কর।
- (ঘ) উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনাগাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
ক. এর উত্তর:
প্যাসকেলের সূত্রের বিবৃতি : একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে।
খ. এর উত্তর:
নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। ব্যাখ্যা করা হলো-
তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ঐ বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বুঝায়।
এখন, ρ ঘনত্ব বিশিষ্ট তরলের h গভীরতায় চাপ P হলে আমরা জানি, P=hρg এখানে g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ।
এখন নির্দিষ্ট গভীরতার জন্য h ও g এর মান অপরিবর্তিত থাকে। ফলে চাপ, P α ρ .
যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন।
তাই বলা যায়, নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে।
এই ছিল তোমাদের জন্য নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বিষয়ের নবম এসাইনমেন্ট এর প্যাসকেলের সূত্রের বিবৃতি নিয়ে আলোচনা;
তোমাদের জন্য নবম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:
- ১. বাংলা:
- ২. ইংরেজি:
- ৩. পদার্থ বিজ্ঞান: নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ও বস্তুর ঘনত্ব নির্ণয়
- ৪. হিসাব বিজ্ঞান: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং জাবেদা
- ৫. ভূগোল ও পরিবেশ:
দেশের বিভিন্ন প্রান্তের সুনামধন্য বিদ্যালয় সমূহের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা ফেসবুকে এস্যাইনমেন্ট সমাধান করার জন্য নিয়মিত আলোচনা করে প্রয়োজনীয় সমস্যার সমাধান করে নিচ্ছে।
তুমিও যোগ দাও > ফেসবুক গ্রুপ (https://facebook.com/groups/banglanotice)
প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট তোমার ফেসবুক ওয়ালে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন এবং BanglaNotice.com নিয়মিত ভিজিট করুন।
Thank you.
Thank you