নতুন নিয়মে এসএসসির ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত : যশোর শিক্ষা বোর্ড
নতুন নিয়মে এসএসসি ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্রুততম সময়ে শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেওয়ার জন্য যশোর শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্ত। এ বিষয়ে পদ্ধতিতে শিক্ষাবোর্ড থেকে সরাসরি এসএসসি পরীক্ষার্থীদের মোবাইলে পৌঁছে যাবে তার এসএসসি পরীক্ষার ফলাফল। এছাড়াও আগের প্রচলিত পদ্ধতিতে এসএসসি ফলাফল জানা যাবে।
এই পদ্ধতিতে ফলাফল প্রকাশের বিষয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, করোনা ভাইরাসের প্রভাবে নয় বরং ফলাফল অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এসএসসি ফলাফল প্রকাশের সময় নিয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র বলেন- প্রতিবছর যেভাবে এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সেই লক্ষ্যে কাজ চলছে। তিনি আরো বলেন দেশের অবস্থা স্বাভাবিক হলেই ফলাফল প্রকাশ করা হবে।
এসএসসি পরীক্ষার ফলাফল সবার আগে যেভাবে পাবেন
এসএসসি পরীক্ষার ফলাফল ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত সর্বশেষ তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপ এ লাইক দিন।