দাখিল ২০২২ অষ্টম সপ্তাহ অ্যাসাইনমেন্ট
চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট ও সংশােধিত গ্রিডের সফটকপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছে।
০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে অ্যাসাইনমেন্ট গ্রিডের নির্দেশনা মােতাবেক ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীরভিত্তিতে প্রণীত মূল্যায়ন রুব্রিক্সসহ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সংশােধিত গ্রিড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলােড করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হলাে।।
দাখিল ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি
দাখিল ২০২২ অষ্টম সপ্তাহ অ্যাসাইনমেন্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাসকৃত মূল্যায়ন রুব্রিক্সসহ অষ্টম সপ্তাহের জন্য নির্ধারিত হাদিস শরীফ, ইংরেজি ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।
সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের সম্পন্নকৃত অ্যাসাইনমেন্ট | (সরাসরি/অনলাইনে) শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদান করবে।
নির্দেশনাঃ- মাদ্রাসা কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট প্রদান এবং জমাগ্রহণে শিক্ষার্থীদের সর্বোতপ্রকার সহযােগিতা প্রদান করবেন।
এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
২০২২ দাখিল পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
নিচে ২০২২ দাখিল পরীক্ষার্থীদের সহজভাবে বোঝার সুবিধারে্থ অষ্টম সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিষয় ভিত্তিক পর্যালোচনা করা হল।
দাখিল ২০২২ অষ্টম সপ্তাহের হাদিস শরিফ অ্যাসাইনমেন্ট
স্তর: দাখিল ২০২২; বিভাগ: সকল; বিষয়: হাদিস শরিফ, বিষয় কোড: ১০২ অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-হাদিস পরিচিতি।
অ্যাসাইনমেন্ট: হাদিসের পরিচয়, প্রকার,গুরত্ব ও সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস (নিদের্শনা অনুসরণ করে বর্ণনা কর)।
শিখনফল বিষয়বস্তু:
অধ্যায়: হাদিস পরিচিতি।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. হাদিসের পরিচয়।
২. বিভিন্ন আঙ্গিকে হাদিসের প্রকার।
৩. হাদিসের গুরুত্ব।
৫. হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস।
দাখিল ২০২২ অষ্টম সপ্তাহের ইংরেজি ২য় পত্র অ্যাসাইনমেন্ট
স্তর: দাখিল ২০২২; বিভাগ: সকল; বিষয়: ইংরেজি ২য় পত্র, বিষয় কোড: ১৩৭ অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
Assignment:
Differentiating CVs and resumes (Total marks =10)
Learning Outcomes:
Learners will be able to write CVs and resumes.
Instructions/Directions:
Learners will:-
1. collect at least two different types of CVs and a Resume from different sources, such as the Internet/books/ teachers/family members etc.
2. prepare a poster with at least two types of CV and a resume
3. identify their differences.
Learners will use normal white paper to present models of CVs and Resume and to answer questions number 2 and 3.
দাখিল ২০২২ অষ্টম সপ্তাহের ক্যারিয়ার শিক্ষা অ্যাসাইনমেন্ট
স্তর: দাখিল ২০২২; বিভাগ: সকল; বিষয়: ক্যারিয়ার শিক্ষা, বিষয় কোড: ১৪৫ অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম। আমি ও আমার ক্যারিয়ার।
অ্যাসাইনমেন্ট: ক্যারিয়ার শিক্ষা তােমার ভবিষ্যৎ কর্মপ্রাপ্তিতে কিভাবে সহায়তা করবে?
(বিশ্লেষণ পূর্বক ২০০ ২৫০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি কর)
শিখনফল/বিষয়বস্তু:
১। ক্যারিয়ার শিক্ষার ধারণা ও বিকাশ ব্যাখ্যা করতে পারবে।
২। ক্যারিয়ারের সাথে ব্যক্তিগত আগ্রহ, যােগ্যতা ও মূল্যবােধের সম্পর্ক নির্ধারণ করতে পারবে;
৩। ভবিষ্যৎ ক্যারিয়ারের রূপরেখা ব্যাখ্যা করতে পারবে। এবং
৪। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত মূল্যবােধের গুরুত্ব উপলব্ধি করে তা অর্জনে আগ্রহী হবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
⋆ সূচনা।
⋆ তােমার করণীয় (পাঠ্যপুস্তক, বিষয় ভিত্তিক শিক্ষক, টিভি, পত্র-পত্রিকা, ইন্টারনেট ও পরিবারের সদস্যদের সহযােগিতা।)
⋆ ক্যারিয়ারের ধারণা ও বিকাশ।
⋆ ক্যারিয়ার পাঠের যৌক্তিকতা ও ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা।
⋆ আমার স্বপ্নের ক্যারিয়ার।