চামচে আলোর ধর্ম, আয়না ধরন, চামচ এর ভেতর ও বাহিরে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার ও বিবর্তন
এসএসসি ২০২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে সুস্থ আছো। বরাবরের মতো আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ধারণা দেওয়ার জন্য আজকের আর্টিকেলে এসএসসি ২০২১ সালের ৮ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের বাছাইকরা নমুনা সমাধান/ উত্তর সম্পর্কে আলোচনা করবো। অ্যাসাইনমেন্টের শিরোনাম : চামচে আলোর ধর্ম, আয়না ধরন, চামচ এর ভেতর ও বাহিরে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার ও বিবর্তন।
সকল শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৬ সেপ্টেম্বর ২০২১ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের জন্য ৮ম সপ্তাহে নির্ধারিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান দেওয়া হল।
এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট :
চামচে আলাের ধর্ম
একটি নতুন চকচকে ধাতব চামচ নাও। চামচটি সামনে ধরে চামচের ভিতর ও বাইরের অংশে নিজের প্রতিবিম্ব ভালাে করে দেখ। এবার চামচের ভেতরের অংশ সামনে। পিছনে করে তােমার প্রতিবিম্বের প্রকৃতি,আকার, আকৃতি লক্ষ কর। একইভাবে বাহিরের অংশের জন্যও তােমার প্রতিবিম্বের প্রকৃতি, আকার, আকৃতি লক্ষ কর। মনে কর চামচের বক্রতার ব্যাসার্ধ (4cm)।
ক) চামচের ভেতরের এবং বাহিরের অংশ কী ধরনের আয়না এঁকে দেখাও।
খ) চামচের ভিতরের অংশের জন্য তােমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি,আকার জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্ধন বের কর।
গ) চামচের বাহিরের অংশের জন্য তােমার পছন্দের দৈর্ঘের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্ধন বের কর ।
শিখনফল/বিষয়বস্তু:
১. আয়না চিনতে পারবে।
২. প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবে।
৩. বিবর্ধন ব্যাখ্যা করতে পারবে।
৪. প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
পাঠ্য বইয়ের ২১৩ থেকে ২৩৮ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করতে হবে।
এসএসসি ২০২১ সালের ৮ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের বাছাইকরা নমুনা সমাধান/ উত্তর
ক) চামচের ভেতরের এবং বাহিরের অংশ কী ধরনের আয়না এঁকে দেখাও।
খ) চামচের ভিতরের অংশের জন্য তােমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি,আকার জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্ধন বের কর।
গ) চামচের বাহিরের অংশের জন্য তােমার পছন্দের দৈর্ঘের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্ধন বের কর ।
এই ছিল তোমাদের এসএসসি ২০২১ সালের ৮ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের বাছাইকরা নমুনা সমাধান/ উত্তর–চামচে আলোর ধর্ম, আয়না ধরন, চামচ এর ভেতর ও বাহিরে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার ও বিবর্তন।
এসএসসি ২০২১ সালের ৮ম সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান দেখুন-
[ninja_tables id=”11807″]আরো দেখুন-
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।