খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করণ পরীক্ষণ
আমরা আজকে দেখবো কিভাবে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করা যায় তার পরীক্ষণটি; আমাদের সাথেই থাকো এবং বিষয়গুলো ভালোবে পর্যবেক্ষণ কর। তাহলে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করার পরীক্ষণটি বিস্তারিত তুমি জানতে পারবে;
এই পরীক্ষণের মাধ্যমে আমরা জানবো-
- ১. এ পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে?
- ২. কাজের ধারাবাহিক বর্ণনা কর;
- ৩. পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ব্যাখ্যা কর।
- ৪. এ পরীক্ষণে তুমি কী কী সাবধানতা অবলম্বন করেছ?
প্রয়োজনীয় উপকরণ:
উপরের পরীক্ষণটি করার জন্য আমাদের যে সকল উপকরণ লাগবে- ১. বরফ খন্ড, ২. ঢাকনা, ৩. বিকার, ৪. তারজালি, ৫. বুনসেন বার্নার, ৬. বালি ও লবনের দ্রবণ, ৭. পানি;
পদ্ধতির ব্যবহার:
এই পরীক্ষণটি করার জন্য আমাদের দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে- ১. উর্ধ্বপাতন ও ২. ঘণীভবন
পরীক্ষণের বিবরণ: পরীক্ষা নং ৮
- কিছু পরিমাণ কঠিন বালি মিশ্রিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) লবন নাও;
- একটি বিকারের মধ্যে বালি মিশ্রিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) লবন রাখি;
- এর খোলা মুখ একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দাও;
- কাচে ঢাকনার উপর কিছু বরফ লাখ। এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রদান করো।
পর্যবেক্ষণ:
তাপ প্রদানে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3), গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3), এ পরিণত হচ্ছে।
সেটি উপরে উঠে ঢাকলায় পিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3), হিসাবে ঢাকনার নিচে জমা হয়েছে।
কোনাে কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি উধ্বপাতিত পদার্থ মিশ্রিত থাকলে ঐ উপাতিত পদার্থকে মিশ্রণ থেকে পৃথক করা যায়।
সিদ্ধান্ত-১: এখানে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) থেকে গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3), এ পরিণত হচ্ছে উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে
সিদ্ধান্ত-২: আর গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) থেকে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) কাচের ঢাকনায় জমা হচ্ছে ঘণীভবন এর মাধ্যমে।
সাবধানতা:
এই পরীক্ষণটি করার সময় অবশ্যই তাপ প্রয়োগে সাবধানতা অবলম্বন করতে হবে।
এমন আরও অনেক কিছু শিখতে এবং সবার আগে আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।
আরও দেখুন:
- একজন দেশ প্রেমিক নাগরিকের ১০ মৌলিক গুণ
- ৯ম শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – মূল্যায়ন নির্দেশিকাসহ
- নবম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত – ডাউনলোড করুন
ভালো হয়েছে আপনাদের এই উদ্যোগ, কিন্তু যদি ইংলিশের উত্তর টা দিতেন তাহলে আরো বেশি ভাল হতো.
আমাদের খুব উপকার হইছে?। ধন্যবাদ আপনাদের
Aro shohoj kore chaile dite parten…….
ধন্যবাদ
Porikhon 8 diye ki bujhiya chen jani na to be aro shohoz kora gela valo hoito.
alcl3 to khaddo lobon na nacl khaddo lobon
আপনাদেরকে অনেক ধন্যবাদ