এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ

একমালিকানা ব্যবসায় পৃথিবীর প্রাচীণতম সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়। আজকে আমরা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনায় তোমরা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ সম্পর্কে জানতে পারবে।

এক মালিকানা ব্যবসায়:

পৃথিবীর সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল এক মালিকানা ব্যবসায় এর মাধ্যমে। এটি পৃথিবীর প্রাচীণতম ব্যবসায় সংগঠন।

সাধারণভাবে একজন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় যার মুনাফা অর্জনের লক্ষ্যে কোন ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসা অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে তাকে একমালিকানা ব্যবসায় বলে।

একমালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র সমূহ:

এক মালিকানা ব্যবসায় প্রাচীনতম ব্যবসা হিসেবে বিশ্বে অনুন্নত ও উন্নয়নশীল ও অনুন্নত সকল দেশেই স্বীকৃত।

প্রাচীনতম ব্যবসা হলেও বর্তমান বৃহদায়তন ব্যবসার সাথে প্রতিযোগিতা করে এখনো সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসেবে টিকে আছে এক মালিকানা ব্যবসায় ‌।

একমালিকানা ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য অসুবিধা আছে যে কারণে এই জাতীয় ব্যবসা সকলের নিকট জনপ্রিয়।

একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ বর্ণনা করা হলো-

  • ১. আত্মকর্মসংস্থানে উদ্যোগে এমন আছেন যারা অনেকের কাছে পর্যাপ্ত অর্থ নেই অথচ ব্যবসা করতে আগ্রহী। এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসায় উপযুক্ত।
    যেমন: চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান।
  • ২. এমন কিছু ব্যবসায় আছে যেগুলাের জন্য বেশি অর্থের প্রয়ােজন পড়ে না। সে জাতীয় ব্যবসায়ের
    জন্য একমালিকানা ব্যবসায়ই সবচেয়ে বেশি উপযােগী বিবেচিত হয়। যেমন- পানের দোকান, সবজির দোকান।
  • ৩. যে সকল ব্যবসায়ে ঝুঁকি একেবারেই কম সেগুলাের জন্য একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। কেননা কম আয়ের ব্যক্তিরা সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চান, ফলে তারা এমন ব্যবসায়ই বেশি পছন্দ করেন। যেমন- চালের দোকান, ঔষধের দোকান।
  • ৪. কিছু কিছু ব্যবসায় আছে যেগুলাের প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকা বা নির্দিষ্ট শ্রেণির
    গ্রাহকদের নিকট সীমাবদ্ধ। সে সব পণ্য বা সেবার ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন-স্কুলের সামনে বই-খাতার দোকান, কোনাে শিল্প কারখানার সামনে রেস্টুরেন্ট।
  • ৫. পঁচনশীল জাতীয় পণ্য যেমন ফল-মূল, শাক-সবজি, মাছ-মাংস ইত্যাদির ব্যবসায় সাধারণত একমালিকানা
    ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে।
  • ৬. ডাক্তারি, প্রকৌশল ও আইন ব্যবসায়ের মতাে ক্ষুদ্র আকারের পেশাভিত্তিক ব্যবসায় এবং প্রত্যক্ষ সেবাধর্মী
    ব্যবসায়; যেমন- লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার ইত্যাদি সাধারণত একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে।
  • ৭. অনেক পণ্য আছে যেগুলাের চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের উপর নির্ভরশীল।
    সে সকল পণ্যের ব্যবসায়ের ক্ষেত্রেও একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন-দরজির দোকান।
  • ৮. যে সব ব্যবসায় প্রদত্ত পণ্য-দ্রব্য ও সেবার সাথে ব্যক্তির বা মালিকের নৈপুণ্য, শিল্পকর্ম ও সুনাম
    জড়িত থাকে সেগুলাের জন্য একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন-চিত্রকর্মের দোকান, ছবি তােলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান।
  • ৯. কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসার জন্যও একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন- ধান
    ব্যবসায়, আলু ব্যবসায় ও কাঁচামালের ব্যবসায়।
  • ১০. স্থানীয় বা জাতীয় পর্যায়ের বই, খাতা-পত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসায়ের জন্য একক মালিকানাভিত্তিক ব্যবসায় বেশি উপযুক্ত

তাহলে আমরা এক মালিকানা ব্যবসায় ও একক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্র সমূহ সম্পর্কে জানতে পারলাম। তোমরা উপরোক্ত তথ্য ব্যবহার করে নিজেদের মত করে খাতায় উত্তর করবে।

তোমাদের জন্য আজকের টিউনটি পাঠিয়েছে সুমাইয়া ইয়াছমিন, ঢাকা

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং ফেসবুক পেইজ Like ও Follow করে রাখুন;

ইউটিউবে শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে Bangla Notice ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।

দেশের নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং মেধাবী শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিচ্ছে বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে; তুমিও যোগ দাও > গ্রুপ লিংক

তোমার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *