ইএফটিতে এমপিও সংশোধন ও একাউন্ট ব্যবহার প্রসঙ্গে মাউশি সচিবের পরার্মশ
ইএফটিতে এমপিও সংশোধন ও একাউন্ট ব্যবহার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পরার্মশ প্রদান করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোমিনুর রশিদ আমিন। ইএফটিতে এমপিও সংশোধন ও একাউন্ট ব্যবহার প্রসঙ্গে মাউশি বিভাগের সচিবের পরার্মশ বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য প্রদান করা হলো।
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল ও কলেজ সমূহে কর্মরত শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন ভাতাদি ইএফটি এর মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে প্রেরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সরকারের গৃহীত সিদ্ধান্ত আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলে ইতোমধ্যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি সংক্রান্ত তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষকদের ইএফটি আপডেট তথ্য প্রদানের ক্ষেত্রে তিনটি তথ্যের সাথে তাদের মিল থাকতে হবে। তা না হলে শিক্ষকদের ব্যাংক একাউন্টে বেতন-ভাতাদি প্রধান করতে সমস্যা হবে মর্মে জানানো হয়েছে।
ইএফটির জন্য যেসকল তথ্যের মিল থাকতে হবে-
- জাতীয় পরিচয়পত্রের তথ্য;
- এসএসসি সনদ;
- এমপিওতে তথ্য;
- ব্যাংক একাউন্ট এর তথ্য;
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেশিরভাগের এমপিও শীট এর সাথে জাতীয় পরিচয় পত্র এবং এসএসসি সনদ এর মিল এর না থাকায় এমপিওতে তথ্য সংশোধন সংক্রান্ত নানা প্রশ্ন রয়েছে শিক্ষক মহলে।
বেসরকারি শিক্ষকদের এমপিও শীট এ খুঁটিনাটি সংশোধন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মমিনুর রশিদ আমিন মহোদয়।
দেশের গণমাধ্যমের একটি লাইভ আলোচনা মাউশি মোহাম্মদ মমিনুর রশিদ শিক্ষকদের এমপিও সংশোধন ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।
অতিরিক্ত সচিব জনাব নুরুল আমিন বলেন-
শিক্ষকরা খুব সহজে ইএমআইএস সফটওয়্যার ব্যবহার করে তাদের ইএফটি ফরম পূরণ করতে পারবেন। ইএফটি ফরম এ দুটো অপশন রয়েছে একটিতে মাউশি ডাটাবেজে সংরক্ষিত শিক্ষকদের তথ্য আর একটি অংশে শিক্ষকদের যে তথ্য এন্ট্রি করতে হবে সেটি দেওয়া হয়েছে।
এই অংশে শিক্ষকরা চাইলে তাদের খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো সংশোধনের অত্যন্ত প্রয়োজন সেগুলো সংশোধন করে সাবমিট করতে পারবেন।
এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের কাছে যেতে হবে না চরম সাবমিট করার সাথে সাথে এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস ছেলে চলে যাবে।
নামের ছোটখাটো বানানের ভুল বা অন্যান্য ভুলগুলো শিক্ষকরা ইএফটি ফরম এর মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন।
এক্ষেত্রে শিক্ষকদের কোন দোকান না গিয়ে নিজস্ব মাধ্যমে ইএফটি ফরম অনলাইনে সাবমিট করার পরামর্শ দেন সচিব।
এমপিও ইএফটি সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক-কর্মচারীদের ডাটা ইএমআইএস ইএফটি আপডেট অপশন ব্যবহার করে সাবমিট করার পরামর্শ দেন তিনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত কি একটি তথ্য হালনাগাদ করণ ম্যানুয়ালটি অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
ইএফটি ফরম সাবমিট এ ব্যাংক একাউন্ট প্রসঙ্গে সচিব বলেন-
শিক্ষকরা চাইলে তাদের পছন্দমতো তফসিলি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সিটি সরকারি অথবা বেসরকারি যেকোন ব্যাংক একাউন্ট হতে পারে।
তবে অবশ্যই ব্যাংকটি তপশিলি এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এবং ১৩ অথবা ১৭ ডিজিটের অনলাইন অ্যাকাউন্ট নাম্বার হতে হবে।
সচিব যে শিক্ষক পূর্বে ব্যাংকের ঋণ রয়েছে শেষ অ্যাকাউন্ট নম্বর ব্যাংক গুলো ব্যাংকগুলোর ঋণ ঝামেলা পড়তে পারে।
আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে
আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর।
আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–