আল-আসমাউল হুসনা (আল্লাহর গুনবাচক নাম) – দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র
আল-আসমাউল হুসনা (আল্লাহর গুনবাচক নাম) – দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহান আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। মানুষ পৃথিবীতে নিজের স্বাধীন ইচ্ছায় চলাচল করতে পারে। মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে আবার বিগড়ে যেতে পারে। যারা আল্লাহর গুণে গুনান্বিত হয় তারা দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করে। আজ তোমাদের সাথে আল আসমাউল হুসনা, আল্লাহর কয়েকটি গুণবাচক নাম ও দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র বিষয়ে আলোচনা করবো।
এই আটির্কেল পড়ে তোমরা ৬ষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২য় অ্যাসাইনমেন্ট এর উত্তর লিখতে পারবে।
আজকের পোস্ট পড়লে তুমি যেসকল প্রশ্নের উত্তর সহজভাবে লিখতে পারবে তাহল-
- ১। আল-আসমাউল হুসনা বলতে কি বোঝায়?
- ২। আল্লাহ পাকের ৫টি গুণবাচক নাম অর্থসহ লিখা।
- ৩। তুমি কিভাবে আল্লাহ গুণে গুনান্বিত হতে পারো তা জানা।
- ৪। “দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র’ – বাক্যের ব্যাখ্যা করতে পারা।
কথা বাড়িয়ে চলো শুরু করা যাক-
১। আল-আসমাউল হুসনা বলতে কী বোঝায়?
আসমাউল হুসনা আরবি শব্দ। আসমা শব্দের অর্থ নামসমূহ আর হুসনা শব্দের অর্থ সুন্দরতম।
অতএব আসমাউল হুসনা অর্থ আল্লাহর গুনবাচক নাম। ইসলামী পরিভাষায় আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নামসমূহ কে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়।
২। আল্লাহর পাঁচটি গুণবাচক নাম অর্থসহ:
- ক. আল্লাহু মালিক : আল্লাহ অধিপতি;
- খ. আল্লাহু করিম : আল্লাহ দয়াময়;
- গ. আল্লাহু আলিম : আল্লাহ সর্বজ্ঞ;
- ঘ. আল্লাহু হাকিম : আল্লাহ প্রজ্ঞাময়;
- ঙ. আল্লাহু কাদির : আল্লাহ সর্বশক্তিমান;
৩। তুমি কিভাবে আল্লাহর গুনে গুণান্বিত হতে পারো?
আল্লাহর গুণবাচক নামসমূহ দ্বারা আমরা আল্লাহ তায়ালাকে ভালোভাবে চিনতে পারি।
ফলে তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে সহজ হয়। আল্লাহ তাআলা এসব গুণ আমরা অনুশীলন করব।
এতে আমাদের চরিত্র সুন্দর হবে। সকলেই আমাদের ভালবাসবে। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন।
আল্লাহর গুণবাচক নামসমূহ নিজের মধ্যে ধারণ করে আমি আল্লাহর গুনে গুণান্বিত হতে পারি।
৪। ‘দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র’ ব্যাখ্যা করো;
দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র কথাটির ব্যাখ্যা হল: শস্য ক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে আর গম চাষ করলে গম লাভ করে।
তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি ভালো হয় আর অলসতার কারণে চাষাবাদ না করলে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না।
দুনিয়া ও আখিরাতের অবস্থাও ঠিক তেমন। আমরা যদি দুনিয়াতে ভাল কাজ করি, আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলি তাহলে আখেরাতে ভালো ফল লাভ করব।
আর যদি নিজ ইচ্ছা মত চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব।
সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তোমাদের জন্য আজকের এই টিউনটি প্রদান করেছেন ইব্রাহীম আল হাসান, ন্যাশনাল ইউনিভার্সিটি
তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।
- তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice
দেশের সকল স্তরের শিক্ষা, প্রশিক্ষণ, চাকুরি, বৃত্তিসহ সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন;
ইউটিউবে সকল তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।
তোমার জন্য নির্বাচিত কয়েকটি তথ্য:
- ৬ষ্ঠ শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশিত – ডাউনলোড করুন
- শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম – নির্দেশনাসহ PDF ডাউনলোড
- ৬ষ্ঠ শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – মূল্যায়ন নির্দেশিকাসহ