‘আমার ঘরে আমার স্কুল’ কার্যক্রমের ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস রুটিন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে অধিদপ্তর।
কোভিড-১৯ করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সংসদ বাংলাদেশ টেলিভিশন আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।
সংসদ বাংলাদেশ টেলিভিশন এর ক্লাস গুলো ইউটিউবে সরাসরি লাইভ দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
ইউটিউব চ্যানেল:
নতুন রুটিন ডাউনলোড করুন
বি. দ্র.: জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠানসমূহকে এবং প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের “আমার ঘরে আমার স্কুল” অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন।
বিশেষ প্রয়ােজনে ক্লাস রুটিন পরিবর্তন হতে পারে। পরবর্তী সপ্তাহের রুটিন যথাসময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর ওয়েবসাইটে (www.dshe.gov.bd) জানানাে হবে।
সংসদ টিভির ক্লাস দেখুন ইউটিউবে: চ্যানেল লিংক
সংসদ টিভি চ্যানেলের প্রতিদিনের ক্লাস লাইভ সম্প্রচার দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শ্রেণি ও বিষয় ভিত্তিক আলাদা ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে।
তারিখ ভিত্তিক ক্লাসঃ https://bit.ly/38ootaY
- ৬ষ্ঠ শ্রেণির ক্লাস: https://bit.ly/3iuLM7V
- ৭ম শ্রেণির ক্লাস: https://bit.ly/2VHv634
- ৮ম শ্রেণির ক্লাস: https://bit.ly/3f0tUPZ
- ৯ম শ্রেণির ক্লাস: https://bit.ly/31Ir0LO
- ১০ম শ্রেণির ক্লাস: https://bit.ly/2C0fb9h
- ঘরে বসে শিখি: https://bit.ly/3e4zaB3
বাড়ীরকাজ ও ক্লাসের বিবরণ: https://banglanotice.com/konnect/
ফেসবুকে আমাদের ফলো করুন: https://facebook.com/swopnoishkool/
আপনার জন্য আরও কিছু খবর-
- নতুন নির্দেশনা সহ আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের ১৭ থেকে ২০ মে নতুন ক্লাস রুটিন
- প্রাথমিক ও মাধ্যমিক এর ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস রুটিন
- আমার ঘরে আমার স্কুল : ১৬ থেকে ২০ আগস্ট এর রুটিন প্রকাশিত
- আমার ঘরে আমার স্কুল রুটিন : ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
- সংসদ টিভিতে প্রচারিত ক্লাসের দ্বিতীয় পর্যায়ের ( ৯ এপ্রিল পর্যন্ত) রুটিন প্রকাশিত