আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্লাস রুটিন
আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের আওতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সংসদ টিভিতে ক্লাস প্রচারের লক্ষ্যে ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ৩ থেকে ৮ অক্টোবর এর নতুন রুটিন প্রকাশিত হয় ২ অক্টোবর ২০২০।
এই রুটিনে আগামী ০৩ অক্টোবর কিশাের কিশােরীদের বয়ঃসন্ধিকালীন শারিরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা এবং জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সংক্রান্ত অধিবেশন প্রচারিত হবে (মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য)
- ১ম পিরিয়ড – ১১.৪৫- ১২.০৫ –জেমস সেশন: জেন্ডার ও সেক্স
- ২য় পিরিয়ড – ১২.০৫-১২.২৫ – শাহানা কার্টুন: পর্ব-১- শাহানা ও তার সাথীরা
- ৩য় পিরিয়ড – ১২.২৫- ১২.৪৫ – আমার জীবন দক্ষতা: ‘আত্মবিশ্বাসী হওয়া’ ও ‘অনুভূতির প্রকাশ’
- ৪র্থ পিরিয়ড – ১২.৪৫-১.০৫ – আমার জীবন দক্ষতা: ‘স্বাস্থ্য ও পুষ্টি এবং ‘আমি কীভাবে সুস্থ থাকবাে’
০৪ অক্টোবর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত নিয়মিত সংসদ টিভিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস পরিচালিত হবে।
সংসদ টিভিতে প্রচারিত ক্লাস ও শ্রেণি এবং বিষয় ভিত্তিক আলাদা ক্লাস দেখা যাবে এই চ্যানেলে –
জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠানসমূহকে এবং প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের “আমার ঘরে আমার স্কুল” অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন।
বিশেষ প্রয়ােজনে ক্লাস রুটিন পরিবর্তন হতে পারে। পরবর্তী সপ্তাহের রুটিন যথাসময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর ওয়েবসাইটে (www.dshe.gov.bd) জানানাে হবে।
শিক্ষা সংক্রান্ত যেকোন তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।
আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:
- সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৩ মে থেকে ৭ মে নতুন রুটিন প্রকাশিত
- আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নতুন ক্লাস রুটিন
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সংসদ টিভির ১ অক্টোবর পর্যন্ত নতুন ক্লাস রুটিন
- ৩১ অক্টোবর পর্যন্ত পুনরায় স্কুল-কলেজ বন্ধের নোটিশ প্রকাশ – ডাউনলোড
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের তথ্য চেয়েছে এনটিআরসিএ
প্রতিদিনের চাকুরির খবর ও সরকারি বেসরকারি সকল দপ্তরের সকল বিজ্ঞপ্তি প্রাপ্তির নির্ভরযোগ্য সাইট।