আমার ঘরে আমার স্কুল রুটিন : ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
করোনাভাইরাস প্রদুর্ভাব থাকাতে ঘরে বসে শিখি প্রোগ্রামের আওতায় প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের এবং আমার ঘরে আমার স্কুল এর আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সংসদ টিভি চ্যানেল ও বাংলাদেশ বেতারে ক্লাস প্রচার অব্যাহত আছে। প্রাথমিক ও মাধ্যমিক এর নতুন রুটিন ও প্রয়োজনীয় তথ্য-
অনলাইনে ক্লাস প্রচারের লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক এর নতুন রুটিন প্রকাশিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের নতুন রুটিন প্রকাশ করেছে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন রুটিন ডাউনলোড করুন
ঘরে বসে শিখি প্রোগ্রামের আওতায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের ক্লাস প্রচারের লক্ষ্যে বাংলাদেশ বেতার এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন ক্লাস রুটিন প্রকাশ করেছে।
প্রাথমিক শিক্ষার্থীদের সংসদ টিভিতে ক্লাস প্রচার এর নতুন রুটিন ডাউনলোড করুন
বাংলাদেশ বেতারে ক্লাস প্রচার এর রুটিন ডাউনলোড করুন
সংসদ টিভিতে প্রচারিত ক্লাস সরাসরি ইউটিউবে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন;
প্রতিদিন সকাল ০৯ ঘটিকা থেকে ১০:১৫ ঘটিকা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘরে বসে শিখি কার্যক্রমের আওতায় ক্লাস প্রচারিত হয় এবং সম্প্রতি বাংলাদেশ বেতার এর মাধ্যমে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। প্রতিদিন বিকাল ০৪:০৫ থেকে ০৪:৫৫ পর্যন্ত রেডিওতে সংসদ টিভির ক্লাস সমূহ প্রচারিত হয়ে থাকে;
নতুন প্রকাশিত রুটিন অনুযায়ী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন ক্লাস আরম্ভ হবে প্রতিদিন সকাল ১০:৪০ ঘটিকায় এবং শেষ হবে দুপুর ০২:৪৫ মিনিটে;
প্রতিদিন সকাল ১০:৩৫ থেকে ১০:৪০ মিনিট পর্যন্ত জাতীয় সঙ্গিত, সমাবেশ ও করোনা ভাইরাসের সচেতনতা প্রচার করা হবে;
জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠানসমূহকে এবং প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের “আমার ঘরে আমার স্কুল” অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন।
বিশেষ প্রয়ােজনে ক্লাস রুটিন পরিবর্তন হতে পারে। পরবর্তী সপ্তাহের রুটিন যথাসময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর ওয়েবসাইটে (www.dshe.gov.bd) জানানাে হবে।
আরও দেখুন-
- সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ক্লাস নিয়ে মাউশির নতুন জরুরী বিজ্ঞপ্তি
- সংসদ টিভি বা অনলাইনে ক্লাস করার সুযোগ নেই এমন বিদ্যালয়ের তথ্য চেয়েছে মাউশি
- অর্ধ-বার্ষিক পরীক্ষা গ্রহণ সংসদ টিভি ক্লাসের আলোকে; সর্বোচ্চ গুরুত্বারোপের পরামর্শ