৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর গণিত বিষয়ের সমাধান করার সহায়িকা নিয়ে এলাম; এটি অনুসরণ করে তোমরা ৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর গণিত বিষয়ের উত্তর করতে পারবে। এই পোস্টের শেষে লাল বাটনে ৭ম শ্রেণির গণিত উত্তর দেখুন বাটনে ক্লিক করলে ৫ম এসাইনমেন্ট এর গণিত বিষয়ের সমাধান পেয়ে যাবে।
আজকে পাঠ থেকে তোমরা নিন্মোক্ত প্রশ্ন সমূহের উত্তর করতে পারবে-
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সৃজনশীল প্রশ্ন:
অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়ােগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলাে।
- (ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর।
- (খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের কর।
- (গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর।
- (ক) প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
- (খ) ভগ্নাংশ তিনটির হরের ল. সা.গু. নির্ণয় কর।
- (গ) দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যােগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়ােগ করা।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?
২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?
৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?
৪৷ সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?
৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?
৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন৷ তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?
৭৷ অনু তার খাতায় একটি সামান্তরিক ঐকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
৮৷ একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?
১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?
সপ্তম শ্রেণির ৫ম এসাইমন্টে গণিত বিষয়ের উত্তর দেখুন
৭ম শ্রেণির ৫ম গণিত সমাধান দেখুন
৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:
- ১. বিজ্ঞান: তাপ ও তাপমাত্রা আদ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব
- ২. গণিত: ৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
- ৩. ইসলাম ও নৈতিক শিক্ষা: আখলাকে হামিদাহর গুরুত্বপূর্ণ গুণটির ব্যাখ্যা
- ৪. হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা: লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন – ৭ম শ্রেণি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে [Join Now]
আপনার জন্য আরও কিছু তথ্য:
- মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
vai R assainment koy ta ase
1 ta
উত্তর ডাউনলোড করতে চাইনা । শুধু দেখতেচাই
The assainment is good.I like it