- (১) হালসন নাগাদ খাজনা পরিশোধের রশিদ।
- (২) সংরক্ষিত তহবিলে ৫০,০০০/- টাকা এবং সাধারন তহবিলে ৩০,০০০/- টাকা জমার ব্যাংক সনদ।
- (৩) সর্বশেষ অডিট রিপোর্ট।
- (৪) বিগত তিন বছরের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের বিবরণী শীট।
- (৫) শিক্ষক কর্মচারীর তালিকা ও শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা।
- (৬) কমিটির চিঠি।
- (৭) স্বীকৃতির চিঠি।
- (৮) খারিজ খতিয়ান।
- (৯) খাজনার কপি।
- (১০) চলতি ও স্থায়ী আমানতের ব্যাংক সনদ।
- (১১) ক্লাস রুটিন।
- (১২) বিগত অর্থ বছরের আয় ব্যয় বিবরণী (হালনাগাদকৃত কলামনার ক্যাশ বই)।
- (১৩) পাঠ পরিকল্পনা।
- (১৪) অনুমোদিত বাজেট।
একাডেমিক স্বীকৃতি নবায়নে
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান :
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি যদি থাকে :
শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ইমেইল :
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ই-মেইল :
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।