শেষ হচ্ছে সাধারণ ছুটি তবে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন – বাংলা নোটিশ
করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে’র পর আর বাড়ছে না। তবে করোনার কারণে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনলাইনে প্রয়োজনীয় ক্লাস নিতে পারবে। আগামীকাল এ সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হবে।
আজ বুধবার (২৭ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। ফলে টানা দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু করা যাবে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গুলো। এক্ষেত্রে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা সহ স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত ১৩ টি নিয়ম অবশ্যই মানতে হবে।
এছাড়া সাধারণ ছুটি উঠে গেলেও চলবে না গণপরিবহন, ট্রেন ও নৌযান। পাশাপাশি এক জেলা থেকে অন্য জেলায় কেউ যাতায়াত করতে পারবেন না, এজন্য থাকবে নিষেধাজ্ঞা এবং চেকিং পয়েন্ট গুলোতে অবলম্বন করা হবে অতিরিক্ত সাবধানতা।
কর্মস্থলে যাওয়ার জন্য ব্যাক্তিগত গাড়ি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় পরিবহন চলাচল করতে পারবে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে। এছাড়া বয়স্ক ও গর্ভবতী নারীরা অফিসে যোগ দেবেন না বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যে সীমিত পরিসরে সব ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। করোনা রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। পরে কয়েক দফায় ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয় বলেও জানান তিনি।
দোকান পাট, ব্যবসা কেন্দ্র আগের মতো সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আবার করোনা পরিস্থিতিও অবনতি হচ্ছে। এই চিন্তা থেকেই সীমিত আকারে সব কিছু খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্রগুলো।