ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি
৭ম শ্রেণির বন্ধুদের জন্য আজ ৭ম শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের নির্ধারিত কাজ ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি নিয়ে আলোচনা করবো; আজকের আলোচনায় তোমরা ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি লিখে এস্যাইনমেন্ট সম্পন্ন করতে পারবে।
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
মনে কর, তুমি মাহিন/মােহনা। তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।
উত্তর: ব্যক্তিগত চিঠির মূল কাঠামো পাঁচটি অংশে বিভক্ত যথা-
- ১. শিরোনাম,
- ২. সম্ভাষণ,
- ৩. মূল পত্রাংশ,
- ৪. পত্র সমাপ্তি ও বিদায় সম্ভাষণ,
- ৫. নাম-স্বাক্ষর,
- ৬. প্রেরক ও প্রাপক এর নাম ও ঠিকানা
করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি:
কান্দিরপাড়, কুমিল্লা
তারিখ: ৫-১২-২০২০ ইং
প্রিয় নাফিস,
প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ তোমার হাতে লেখা চিঠি পেলাম। তুমি ভালো আছো জেনে আমি অত্যন্ত আনন্দিত ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। একটি অত্যন্ত বেদনার খবর দেয়ার জন্য আজ তোমাকে লিখতে বসেছি।
তুমি জেনে খুবই কষ্ট পাবে যে, আমার বন্ধু সাজিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সম্প্রতি তার করোনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তার এই আকস্মিক দুঃসংবাদ আমাদের অনেক কষ্ট দিয়েছে। সাজিদের বড় ভাই প্রবাসী ছিলেন। তিনি দেশে ফিরেছেন কয়েকদিন আগে।
পরে জানতে পারা যায়, সাজিদের ভাইয়ের থেকেই সাজিদের শরীরে করোনাভাইরাস প্রবেশ করেছে। সাজিদ এখন আইসোলেশনে আছে। অনেকদিন সাজিদ এর সাথে দেখা করতে পারছি না।
বলা যায়, এখন সে একঘরে হয়ে আছে। ফোনালাপে জানতে পারি, সাজিদ এখন অত্যন্ত অসুস্থ।
তার মা অনেক কান্নাকাটি করছিল। আন্টিকে কোনমতে সান্ত্বনা দিয়েছি। সাজিদের সুস্থতা কামনা করছি। লিখতে পারছি না বন্ধু।
আজ আর নয়। সাজিদের জন্য দোয়া করো। তুমি নিজেও অনেক সতর্ক থেকো।
ইতি
তোমার বন্ধু নাফিস
চিঠি লেখা শেষে খাম আঁকতে হয়।
তোমাদের জন্য এই টিউনটি পাঠিয়েছে, খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ
৭ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:
- বাংলা: ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি
- গণিত: সপ্তম শ্রেণির গণিত ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সমাধান সহায়িকা
- কৃষি: ফসলের মৌসুম – রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য – কাঠাল গাছ
- গার্হস্থ্য বিজ্ঞান: সপ্তম শ্রেণী ষষ্ঠ অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান এর উত্তর সহায়িকা
শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:
- ৬ষ্ঠ শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৭ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৮ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৯ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে
JOIN BANGLANOTICE FACEBOOK GROUP
গনিত পাব কখন…??