আলিম পরীক্ষা ২০২২ ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে।
২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীরভিত্তিতে প্রণীত মূল্যায়ন রুব্রিক্সসহ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গ্রিড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলােড করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হলাে এবং অ্যাসাইনমেন্টসমূহের জমা কার্যক্রম শুরুহবে ০১ সেপ্টেম্বর, ২০২১ তারিখ থেকে শুরু হবে।
Alim 2022 7th Week Assignment
আলিম ২০২২ পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB)-এর পুনর্বিন্যাসকৃত ও সংশােধিত পাঠ্যসূচি মােতাবেক সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট (ইংরেজি, আরবি ২য় পত্র ও আরবি সাহিত্য) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলােড করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হলাে।
আলিম ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি
সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের সম্পন্নকৃত অ্যাসাইনমেন্ট। (সরাসরি/অনলাইনে) শিক্ষা প্রতিষ্ঠানে জমাপ্রদান করবে। এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে বিষয়টি অতীব জরুরী।
২০২২ আলিম পরীক্ষার্থীদের মাদ্রাসা কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট প্রদান এবং জমাগ্রহণে শিক্ষার্থীদের সর্বোতপ্রকার সহযােগিতা প্রদান করবেন।
২০২২ আলিমপরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
নিচে ২০২২ আলিম পরীক্ষার্থীদের সহজভাবে বোঝার সুবিধার্থে ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিষয় ভিত্তিক পর্যালোচনা করা হল।
আলিম ২০২১ সপ্তম সপ্তাহের আরবি ২য় পত্র অ্যাসাইনমেন্ট
স্তর: আলিম ২০২২; বিভাগ: সকল; বিষয়: আরবি ২য় পত্র, বিষয় কোড: ২০৬; অ্যাসাইনমেন্ট নম্বর: ০১
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম
এ্যাসাইনমেন্ট:
الاسم المعرب: تعريفه وحكمه وأقسامه و أصناف إعراب الاسم بالأمثلة
শিখনফল/বিষয়বস্তু:
১ম অধ্যায় : (ইসমে মুরাব প্রসঙ্গে)
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):
اسم معرب – এর পরিচয়।
اسم معرب – এর হুকুম উদাহরণসহ।
سم معرب – এর اعرابا – এর প্রকারভেদ উদাহরণসহ
কুরআন মাজিদ থেকে اسم معرب এর اعرابا ও প্রকার উদাহরণসহ বণর্না করা।
আলিম ২০২১ সপ্তম সপ্তাহের আরবি সাহিত্য অ্যাসাইনমেন্ট
স্তর: আলিম ২০২২; বিভাগ: সকল; বিষয়: আরবি সাহিত্য: বিষয় কোড: ২২৩;অ্যা সাইনমেন্ট নম্বর: ০১
এ্যাসাইনমেন্ট: (خطبة الرسول صلى الله عليه وسلم أول جمعة في مسجد قباء : دراسة تحليلية. ( باللغة العربية
শিখনফল/বিষয়বস্তু:
الوحدة الأولى الدرس الأول خطبة الرسول صلى الله عليه وسلم أول جمعة في مسجد قباء ◉
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
• ا البيان على النقاط ◉
• تعريف التقوی • بيان خير وصية أوصی بها المسلم مسلما آخر: • معنى النصيحة: • افتقار المرء إلى ما قدم ◉
تعيين الصحيح و الخطأ و تصحيح الخطأ إذا كانت العبارة خاطئة : • الوصية بتقوى الله فإنه خير:. • لا أفضل من الفسق ذكرى: • عون صدق على ما تبتغون من أمر الدنيا ◉
• الإصلاح الذي بين العبد وبين الله في أمر السر والعلانية. لا تحويل المفرد إلى الجمع ◉
◉ المسلم :◉ نفس : ◉ النصيحة : ◉ الميت◉ كتابة مرادف الكلمات – أفضل◉ علانية : ◉عاجل : ◉ صدق◉
আলিম ২০২১ সপ্তম সপ্তাহের ইংরেজি ১ম পত্র অ্যাসাইনমেন্ট
স্তর: আলিম ২০২২; বিভাগ: সকল; বিষয়: ইংরেজি ১ম পত্র: বিষয় কোড: ২৩৮; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
Assignment: Writing a Speech
Topic & Learning outcome:
• Unit -3 (Dream)
Learners will be able to – write formal, informal, academic, professional, and other genres of texts e.g. descriptive, narrative, argumentative (writing)
Steps/instructions/scope:
Suppose you want to be elected as a mayor in your locality.
Prepare a written speech for presenting it before your voters.
Write 250 words
To develop the assignment, use the following points-
a. Introduce yourself as a candidate.
b. Narrate your experience, dedication, and skills.
c. Write what your plans are for the development of the area including health, education, environment, communication issues if elected.
d. Put down some arguments in favor of your candidature.
e. Closing statements requesting the readers to elect you.