নকশা তৈরি সাদা সিধা, টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি
২০২১ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির কোমলমতী শিক্ষার্থীরা, আশা করছি সুস্থ আছো। কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৪তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাউশি অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করবো অষ্টম শ্রেণি ১৪তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান- নকশা তৈরি সাদা সিধা, টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি।
অষ্টম শ্রেণি ১৪তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
কাজ-১ কর্মপত্রপূরণ: নিম্নলিখিত বস্ত্রগুলাে কোন বুননের তৈরি তা পাঠ্যপুস্তক অনুসারে নিচের ছকে সাজাও। জিন্স, গামছা, লুঙ্গি, ড্রিল, তাঁতের শাড়ি, বিছানার চাদর, গ্যাবার্ডিন, সেরওয়ানীর লাইনিং, ভয়েল, পর্দার কাপড়।
কাজ-২ নকশা তৈরি সাদা সিধা, টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
শিক্ষার্থীদেরকে নিজের পাঠ্যপুস্তক ভালােভাবে পড়তে নির্দেশ দিন। শিক্ষার্থীদেরকে বয়ন পদ্ধতির নকশা তৈরি করতে উৎসাহিত করুন (কাগজ, কাপড়, নারিকেলপাতা ইত্যাদি সামগ্রী ব্যবহারের মাধ্যমে)।
অষ্টম শ্রেণি ১৪তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
কাজ-১ কর্মপত্রপূরণ:
নিম্নলিখিত বস্ত্রগুলো যে বুননের তৈরি তা পাঠ্যপুস্তক অনুসারে নিচের ছকে সাজানো হলো।
বয়ন বা বোনা হচ্ছে কাপড় তৈরীর পদ্ধতি যেখানে এক সারি লম্বা সুতা থাকে এবং এর মধ্য দিয়ে আড়াআড়িভাবে আরেক সারি সুতা থাকে। এটা একটি কাঠামো বা যন্ত্রের সাহায্যে করা হয় যা তাঁত নামে পরিচিত।
কাজ-২ঃ-সাদা সিধা, টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি
নিম্নে এদের নকশার তৈরির চিত্র উপস্থাপন করা হলোঃ-
একটি টানা সুতার ওপর দিয়ে এবং একটি টানা সুতার নিচ দিয়ে পরেন সুতা মাকুর সাহায্যে উপর-নিচ করে সুতাগুলো পরস্পর জড়িয়ে রাখা বা গেঁথে রাখাকে বুনন বলে। এ বুননের মাধ্যমে সুতাকে বস্ত্রে পরিণত করা হয়।
এটিই তোমাদের অষ্টম শ্রেণি ১৪তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান- নকশা তৈরি সাদা সিধা, টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি।
আরো দেখুন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।