হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর
৯ম শ্রেণির ব্যবসা শিক্ষা বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি খুবই ভালো আছো। আজ তোমাদের নবম শ্রেণির ১৩তম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান/ উত্তর- হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন সম্পর্কে ধারণা দিবো।
আজকের আলোচনার সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে তোমরা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য নবম শ্রেণির ১৩তম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর (হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর) খুব ভালো ভাবে সম্পন্ন করতে পারবে।
নবম শ্রেণির ১৩তম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট:
ক. হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর।
খ. লিমন ট্রেডার্সের ২০২১ সালের জানুয়ারি মাসের নিম্নের কয়েকটি লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করঃ-
জানুয়ারি ০১: দোকান ভাড়া পরিশােধ করা হলাে ২০,০০০ টাকা।
জানুয়ারি০৫: ধারে পণ্য ক্রয় ৫৭,০০০ টাকা;
জানুয়ারি ১০: ব্যাংক থেকে উত্তোলন করা হলাে ২৫,০০০ টাকা;
জানুয়ারি ২০: ক্রয় ফেরত ৪,০০০ টাকা। জানুয়ারি ২৮: পুরাতন টেবিল বিক্রয় ২,৫০০ টাকা;
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
১. পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট বিষয়গুলাে সম্পর্কে ধারণা নেওয়া;
২. প্রয়ােজন হলে মােবাইল বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষকের স্মরণাপন্ন হওয়া;
৩. ইন্টারনেট এর মাধ্যমে গুগল ও ইউটিউবের সহায়তা নেয়া;
৪. সম্ভব হলে একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাব বিজ্ঞান বইয়ের সহয়তা নেয়া যেতে পারে;
নবম শ্রেণির ১৩তম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান/ উত্তর
ক) হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ চিত্র উপস্থাপনঃ
হিসাব চক্র
হিসাব চক্র বলতে হিসাববিজ্ঞানের ধারাবাহিক কারযপ্রক্রিয়াকে বুঝায়। হিসাব্বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারনা অনুসারে প্রতিষ্ঠানের কারযাবলী অনন্ত কাল ধরে চলতে থাকবে। এই অনিরদিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কারযাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয়। হিসাব সংক্রান্ত কারযাবলীর এই পরযায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাবচক্র বলে।
হিসাবচক্রের বিভিন্ন ধাপ
হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ
- কার্যবিবরনী প্রস্তুতকরণ
- বিপরীত দাখিলা দেয়া
- ভুল সংশোধনী দাখিলা দেয়া
লিপিবদ্ধকরণ ধাপ
- লেনদেন বিশ্লেষণ
- জাবেদা দাখিলা প্রদান
- জাবেদার তথ্য সমূহ খতিয়ানে স্থানান্তর
খ) লিমন ট্রেডার্স ২০২১ সালের জানুয়ারি মাসে নিম্নের কয়েকটির লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট এ ক্রেডিট পক্ষ চিহ্নিত করণঃ
নবম শ্রেণির ১৩তম সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের উত্তর দেখুন-
[ninja_tables id=”11143″]See More-
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে-স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।