নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা
মাধ্যমিক স্তরের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা নিয়ে আলোচনা করা হয়েছে। এই পাঠে শিক্ষার্থীদের নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা নিয়ে সম্মক ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আজকে ৭ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন ও ২টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো।
আজকের টিউন ফলো করে তোমরা নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা সম্পর্কে ৭ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান বিষয়ের নির্ধারিত কাজ তৈরি করতে সহজ হবে।
আজকের পাঠে তোমাদের জন্য যেসকল প্রশ্নের উত্তর রয়েছে-
- ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
- খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
- গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন :
- ১। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
- ২। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?
চলো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই-
ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
উত্তর: এন্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণের এমিবিক আমাশয় হয়ে থাকে।
খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
উত্তর: ব্যাকটেরিয়া সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যেসকল অনুজীব এককোষী এবং কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে আদিকোষী বলা হয়।
যেহেতু ব্যাকটেরিয়া কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাই ব্যাকটেরিয়া আদিকোষী।
গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর:
উত্তর: উদ্দীপকে প্রথম অনুজীব কি হলো ভাইরাস। ভাইরাস অকোষীয় পরজীবী। ভাইরাস অনুজীব কি উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সরলতম জীব। ভাইরাস এর দেহের কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই।
তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমি যাব নিউক্লিক এসিড নিয়ে গঠিত।
এদের আমি আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে।
তবে অন্য জীবদেহে যে মাত্র আমি সাবর্ণ নিউক্লিক অ্যাসিড কে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় ভাইরাস অকোষীয় হলেও এরা উদ্ভিদের দেহে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।
ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর:
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় অনুজীব কি হলো ব্যাকটেরিয়া। অর্থনৈতিক দিক থেকে ব্যাকটেরিয়ার গুরুত্ব অপরিসীম তার নিচে বিশ্লেষণ করা হলো:
- ব্যাকটেরিয়া হল আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী ও অণুবীক্ষণিক জীব।
- ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, দন্ডাকার, কম আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে।
- ব্যাকটেরিয়া মৃত জীব দেহ ও আবর্জনা পৌঁছাতে সাহায্য করে। যার ফলে খুব সহজেই জৈব সার বানানো সম্ভব হয়।
- পাট থেকে আট ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। এতে বিদেশে পাট রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।
- দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়।
- বিভিন্ন জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়।
- ব্যাকটেরিয়া জিন প্রকৌশল এর মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্খিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তন এর কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় ব্যাকটেরিয়া অর্থনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
১। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
উত্তর: ছত্রাককে মৃতজীবী বলা হয় কারণ-
ছত্রাক সমাঙ্গ দেহী ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না।
তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহের বা জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায়।
২। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?
উত্তর: ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কারণ-
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা ভাইরাস থেকে দেখা যায় না। এরা সরলতম জীব।
ভাইরাস এর দেহের কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদির কিছুই নেই।
তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়।
তোমাদের জন্য আজকের এই টিউনটি প্রদান করেছেন ইব্রাহীম আল হাসান, ন্যাশনাল ইউনিভার্সিটি
তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।
- তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice
দেশের সকল স্তরের শিক্ষা, প্রশিক্ষণ, চাকুরি, বৃত্তিসহ সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন;
ইউটিউবে সকল তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।
It is Very beautiful
Thanks for this answer
Thank you very much for the answer
THANKS
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জন্য এই অ্যাসাইনমেন্টের কাজটি অনেক সহজ করে দিয়েছেন। ☺️☺️☺️
Thanks but some mistakes are here
Thank you very much for the answer
Thank You Very Much For The Answer