একাদশ শ্রেণি ভর্তি

কলেজ ভর্তি আবেদন ফি প্রেরণের সবগুলো নিয়ম

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পক্রিয়া শুরু করার পূর্বে আবেদন ফি প্রেরণ করতে হবে। আজকে আমরা ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের আবেদন ফি প্রেরণের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব; টিউনটি পুরো পড়লে আবেদন ফি প্রেরণ সংক্রান্ত আপনার আর কোন সমস্যা থাকবেনা আশা করছি। তবুও কোন সমস্যা ফেস করলে আমাদের ফেসবুক পেইজ এ মেসেজ করে জেনে নিতে পারেন; আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার।

 


[spacing size=”10″]

২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ফি ৬টি অপারেটর ব্যবহার করে পাঠানো যাবে; অপারেটরগুলো হল-

বিকাশ, রকেট, শিওরক্যাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটক; সবগুলো অপারেটর এ ভর্তি আবেদন ফি প্রেরণের বিস্তারিত আলোচিত হয়েছে-

১) বিকাশের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ

নীচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

  • ধাপ-১: বিকাশ অ্যাপ মেন্যু থেকে পে বিল সিলেক্ট করুন;
  • ধাপ-২: বিলার তালিকা থেকে ‘XI Class Admission’ সিলেক্ট করুন;
  • ধাপ-৩: পেমেন্ট কোড দিন। এর পর কন্ট্যাক্ট নাম্বার দিন। পরের থাপে যেতে ‘Arrow‘ বাটনটিতে ট্যাপ করুন; পেমেন্ট কোড- <বোর্ড কোড> < পাশের সন > < রোল নম্বর >
  • ধাপ-৪: পেমেন্ট এর সার-সংক্ষেপ যাচাই করে পরবর্তী ধাপে যেতে ‘Arrow‘ বাটনটিতে ট্যাপ করুন;
  • ধাপ-৫: পরবতী ধাপে যেতে পিন নাম্বার দিন;
  • ধাপ-৬: পে বিল সম্পন্ন করতে নিচের বাটনটি ট্যাপ করে ধরে রাখুন পে বিল সম্পন্ন হচ্ছে। একটু অপেক্ষা করুন
  • ধাপ-৭: পেমেন্ট কনফামের্শন এর সার-সংক্ষেপ দেখে নিন;


[spacing size=”10″] ২) শিওরক্যাশ এর মাধ্যমে ভর্তি ফি প্রেরণ করার নিয়ম: 

  • শিওরক্যাশ USSD এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ
    ধাপ-১: শিউরক্যাশ এর মেনু পেতে *495# ডায়াল করতে হবে;
    ধাপ-২: Payment অপশন নির্বাচন করতে হবে;
    ধাপ-৩: Payee Account or Keyword: CAD লিখতে হবে;
    ধাপ-৪: Student ID <বোর্ড কোড> <পাশের সন> <রোল নম্বর>
    ধাপ-৫: Contact Number লিখতে হবে;
    ধাপ-৬: Student এর নাম সহ Amount TK. 150 প্রদর্শিত হবে এবং মোবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে Payment সফল Massage সহ Successful Message প্রদর্শিত হবে;
    [spacing size=”10″]
  • শিওরক্যাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ
    শিওরক্যাশ এর অ্যাপ ডাউনলোড করুন
    ধাপ-১: শিওরক্যাশ অ্যাপ এ লগ ইন করে Payment অপশন সিলেক্ট করুন;
    ধাপ-২: পরবর্তি ধাপে যেতে CAD লিখে Next অপশন সিলেক্ট করুন;
    ধাপ-৩: Student ID লিখতে হবে: <র্বোড কোড><পাসের সন><বোর্ডের রোল নম্বর>
    ধাপ-৪: স্টুডেন্টের মোবাইল নাম্বার লিখতে হবে;
    (মোবাইল স্ক্রিনে Student এর নাম সহ Amount TK. 150 প্রদর্শিত হবে)


[spacing size=”10″] ৩) টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি:

  • ১. টেলিটকের প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে। মোবাইলের Message (Option)-এ গিয়ে
    নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ
    CAD <space> WEB <space> Board <space> Roll <space> Year <space> লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে;
  • উপরের Message-এ Board এর স্থলে শিক্ষার্থীর নিজের বোর্ডের প্রথম তিন অক্ষর/কোড (যেমন, ঢাকা
    বোর্ড হলে DHA; বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদালয় হলে BOU, ইত্যাদি), Roll No এর স্থলে শিক্ষার্থীর এসএসসি/সমমান পরীক্ষার Roll, Year এর স্থলে এসএসসি/সমমান পরীক্ষার Passing Year দিতে হবে।
    উদাহরণ: SMS-এর মাধ্যমে ফি প্রদান : CAD WEB DHA 104285 2020
  • ব্যাখ্যা: এখানে DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের (Board) নামের প্রথম তিন অক্ষর/কোড, 104285-আবেদকারীর এসএসসি/সমমান পরীক্ষার পাসের রোল নম্বর এবং 2020 এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন;
  • ২. উপরে বর্ণিত Message টি সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাসের সন এবং রোল
    নম্বরসহ ফিরতি SMS এ আবেদন ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) কেটে নেওয়া হবে এবং তা
    জানিয়ে একটি PIN কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে Message অপশন (Option) এ
    যেয়ে CAD <space> YES <space> PIN <space> Contact Number>  লিখে 16222 নম্বরে Sent করতে হবে।
  • Contact Number টি অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মোবাইল নম্বর হতে হবে। একটি মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে।
  • ফি সঠিকভাবে জমা হলে Contact Number টিতে অবশ্যই ফি নিশ্চিতকরণের একটি Transaction ID সহ Message যাবে।
    উদাহরণঃ ফি নিশ্চিতকরণ-
    CAD YES 1268234 01xxxxxxxxxx
    এখানে 1268234 – PIN এবং 01xxxxxxxxxx পুর্বে প্রদত্ত ১১ ডিজিটের Contact Number;

বোর্ডের নামের প্রথম তিন অক্ষর/কোড:

  • Dhaka Board-এর জন্য DHA,
  • Comilla Board -এর জন্য COM,
  • Rajshahi Board-এর জন্য RAJ,
  • Jessore Board-এর জন্য JES,
  • Chittagong Board-এর জন্য CHI,
  • Barishal Board -এর জন্য BAR,
  • Sylhet Board-এর জন্য SYL,
  • Dinajpur Board-এর জন্য DIN,
  • Mymensingh Board-এর জন্য MYM
  • Madrasha Board-এর জন্য MAD
  • Bangladesh Open University-এর জন্য BOU


[spacing size=”10″] ৪) রকেট এর মাধ্যমে ভর্তি ফি প্রেরণ করার নিয়ম:


রকেট এর মাধ্যমে পেমেন্ট পদ্ধতি দেখুন


[spacing size=”10″]

৫) নগদ এর মাধ্যমে ভর্তি ফি প্রেরণ করার নিয়ম:

 

নগদ এর মাধ্যমে একাদশ শ্রেণি ভর্তি ফি প্রেরণ পদ্ধতি দেখুন

 

৬) সোনালী ব্যাংক এর মাধ্যমে আবেদন ফি প্রেরণ করার নিয়ম-

সোনালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ পদ্ধতি দেখুন

আরও পড়ুন-


[spacing size=”10″]

XI Class Payment via DBBL Rocket sonali_apps sonali_esheba

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ