কলেজ ভর্তি আবেদন ফি প্রেরণের সবগুলো নিয়ম
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পক্রিয়া শুরু করার পূর্বে আবেদন ফি প্রেরণ করতে হবে। আজকে আমরা ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের আবেদন ফি প্রেরণের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব; টিউনটি পুরো পড়লে আবেদন ফি প্রেরণ সংক্রান্ত আপনার আর কোন সমস্যা থাকবেনা আশা করছি। তবুও কোন সমস্যা ফেস করলে আমাদের ফেসবুক পেইজ এ মেসেজ করে জেনে নিতে পারেন; আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার।
২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ফি ৬টি অপারেটর ব্যবহার করে পাঠানো যাবে; অপারেটরগুলো হল-
বিকাশ, রকেট, শিওরক্যাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটক; সবগুলো অপারেটর এ ভর্তি আবেদন ফি প্রেরণের বিস্তারিত আলোচিত হয়েছে-
১) বিকাশের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
নীচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- ধাপ-১: বিকাশ অ্যাপ মেন্যু থেকে পে বিল সিলেক্ট করুন;
- ধাপ-২: বিলার তালিকা থেকে ‘XI Class Admission’ সিলেক্ট করুন;
- ধাপ-৩: পেমেন্ট কোড দিন। এর পর কন্ট্যাক্ট নাম্বার দিন। পরের থাপে যেতে ‘Arrow‘ বাটনটিতে ট্যাপ করুন; পেমেন্ট কোড- <বোর্ড কোড> < পাশের সন > < রোল নম্বর >
- ধাপ-৪: পেমেন্ট এর সার-সংক্ষেপ যাচাই করে পরবর্তী ধাপে যেতে ‘Arrow‘ বাটনটিতে ট্যাপ করুন;
- ধাপ-৫: পরবতী ধাপে যেতে পিন নাম্বার দিন;
- ধাপ-৬: পে বিল সম্পন্ন করতে নিচের বাটনটি ট্যাপ করে ধরে রাখুন পে বিল সম্পন্ন হচ্ছে। একটু অপেক্ষা করুন
- ধাপ-৭: পেমেন্ট কনফামের্শন এর সার-সংক্ষেপ দেখে নিন;
- শিওরক্যাশ USSD এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ
ধাপ-১: শিউরক্যাশ এর মেনু পেতে *495# ডায়াল করতে হবে;
ধাপ-২: Payment অপশন নির্বাচন করতে হবে;
ধাপ-৩: Payee Account or Keyword: CAD লিখতে হবে;
ধাপ-৪: Student ID <বোর্ড কোড> <পাশের সন> <রোল নম্বর>
ধাপ-৫: Contact Number লিখতে হবে;
ধাপ-৬: Student এর নাম সহ Amount TK. 150 প্রদর্শিত হবে এবং মোবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে Payment সফল Massage সহ Successful Message প্রদর্শিত হবে;
[spacing size=”10″] - শিওরক্যাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ
শিওরক্যাশ এর অ্যাপ ডাউনলোড করুন
ধাপ-১: শিওরক্যাশ অ্যাপ এ লগ ইন করে Payment অপশন সিলেক্ট করুন;
ধাপ-২: পরবর্তি ধাপে যেতে CAD লিখে Next অপশন সিলেক্ট করুন;
ধাপ-৩: Student ID লিখতে হবে: <র্বোড কোড><পাসের সন><বোর্ডের রোল নম্বর>
ধাপ-৪: স্টুডেন্টের মোবাইল নাম্বার লিখতে হবে;
(মোবাইল স্ক্রিনে Student এর নাম সহ Amount TK. 150 প্রদর্শিত হবে)
- ১. টেলিটকের প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে। মোবাইলের Message (Option)-এ গিয়ে
নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ
CAD <space> WEB <space> Board <space> Roll <space> Year <space> লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে; - উপরের Message-এ Board এর স্থলে শিক্ষার্থীর নিজের বোর্ডের প্রথম তিন অক্ষর/কোড (যেমন, ঢাকা
বোর্ড হলে DHA; বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদালয় হলে BOU, ইত্যাদি), Roll No এর স্থলে শিক্ষার্থীর এসএসসি/সমমান পরীক্ষার Roll, Year এর স্থলে এসএসসি/সমমান পরীক্ষার Passing Year দিতে হবে।
উদাহরণ: SMS-এর মাধ্যমে ফি প্রদান : CAD WEB DHA 104285 2020 - ব্যাখ্যা: এখানে DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের (Board) নামের প্রথম তিন অক্ষর/কোড, 104285-আবেদকারীর এসএসসি/সমমান পরীক্ষার পাসের রোল নম্বর এবং 2020 এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন;
- ২. উপরে বর্ণিত Message টি সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাসের সন এবং রোল
নম্বরসহ ফিরতি SMS এ আবেদন ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) কেটে নেওয়া হবে এবং তা
জানিয়ে একটি PIN কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে Message অপশন (Option) এ
যেয়ে CAD <space> YES <space> PIN <space> Contact Number> লিখে 16222 নম্বরে Sent করতে হবে। - Contact Number টি অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মোবাইল নম্বর হতে হবে। একটি মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে।
- ফি সঠিকভাবে জমা হলে Contact Number টিতে অবশ্যই ফি নিশ্চিতকরণের একটি Transaction ID সহ Message যাবে।
উদাহরণঃ ফি নিশ্চিতকরণ-
CAD YES 1268234 01xxxxxxxxxx
এখানে 1268234 – PIN এবং 01xxxxxxxxxx পুর্বে প্রদত্ত ১১ ডিজিটের Contact Number;
বোর্ডের নামের প্রথম তিন অক্ষর/কোড:
- Dhaka Board-এর জন্য DHA,
- Comilla Board -এর জন্য COM,
- Rajshahi Board-এর জন্য RAJ,
- Jessore Board-এর জন্য JES,
- Chittagong Board-এর জন্য CHI,
- Barishal Board -এর জন্য BAR,
- Sylhet Board-এর জন্য SYL,
- Dinajpur Board-এর জন্য DIN,
- Mymensingh Board-এর জন্য MYM
- Madrasha Board-এর জন্য MAD
- Bangladesh Open University-এর জন্য BOU
রকেট এর মাধ্যমে পেমেন্ট পদ্ধতি দেখুন
৫) নগদ এর মাধ্যমে ভর্তি ফি প্রেরণ করার নিয়ম:
নগদ এর মাধ্যমে একাদশ শ্রেণি ভর্তি ফি প্রেরণ পদ্ধতি দেখুন
৬) সোনালী ব্যাংক এর মাধ্যমে আবেদন ফি প্রেরণ করার নিয়ম-
সোনালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ পদ্ধতি দেখুন
আরও পড়ুন-
- ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়
- প্রথম পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শূণ্য আসন ও নূণ্যতম জিপিএ তালিকা;
XI Class Payment via DBBL Rocket sonali_apps sonali_esheba