করোনাকালীন সময়ে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন এবং পাঠ মূল্যায়নের জন্য বাংলাদেশ সরকার ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে ছয় সপ্তাহ ব্যাপী অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৮ম শ্রেণির সকল সপ্তাহের এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ) – নমুনা উত্তরসহ প্রতি সপ্তাহের প্রকাশ করা হবে বাংলা নোটিশ ডট কম এ। তোমরা ৮ম শ্রেণির সকল সপ্তাহের এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ) – নমুনা উত্তরসহ পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করবে এবং ফেসবুকে জয়েন করবে।
পহেলা নভেম্বর থেকে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হচ্ছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পরবর্তী সপ্তাহের জন্য এসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত শ্রেণীভিত্তিক অ্যাসাইনমেন্টে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট রয়েছে।
বাংলা নোটিশ তোমাদের জন্য ৮ম শ্রেণীর প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য অ্যাসাইনমেন্টের উত্তর নির্দেশিকা প্রকাশ করে থাকে।
নিচে দেওয়া সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট থেকে যে কোন একটি সিলেক্ট করলে তোমরা ঐ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর সহ প্রশ্নমালা পেয়ে যাবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এক পৃষ্ঠায় সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করে দিয়ে থাকি।
৮ম শ্রেণির প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ)
নিচের তালিকা থেকে সপ্তাহের এসাইনমেন্ট এর নামের উপর ক্লিক করলেই কাঙ্খিত এস্যাইনমেন্ট এর পাতা চালু হবে।
-
৮ম শ্রেণির ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
- বাংলা : একটি শিক্ষা সফরের অভিজ্ঞতা – একটি স্মরণীয় স্মৃতি
- ইংরেজি:
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়: বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রতিনিধিত্বকারী
-
৮ম শ্রেণির ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
- বিজ্ঞান:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:
- ইসলাম ও নৈতিক শিক্ষা: ইসলাম ও ইমানের সম্পর্ক, কপটতা, নবি-রাসুল এবং হাশরের ময়দান
-
৮ম শ্রেণির ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
- ইংরেজি: Man Who Loves Trees – The Truthful Dove – River Gypsies in Bangladesh
- গণিত: সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সুবিধাজনক মুনাফা পদ্ধতি
- কৃষি শিক্ষা:
১. জি এম ফসল – বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা
২. গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্ত সমূহ
৩. দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক - গ্রার্হস্থ্য বিজ্ঞান:
-
৮ম শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
-
৮ম শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
-
- গণিত: অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
- বিজ্ঞান:
- ইসলাম ও নৈতিক শিক্ষা: মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি ও ঘৃণা
- হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা: গোমুখাসন বাসায় অনুশীলন করে এবং তার আলোকে একটি প্রতিবেদন
-
৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) – উত্তরসহ
- বাংলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যুক্তি
- গণিত: ৮ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
- কৃষি শিক্ষা: পুকুরে ইউরিয়া সার প্রয়ােগের পরিমাণ নির্ণয় কর ও পলিব্যাগে চারা তৈরী
- গার্হস্থ্য বিজ্ঞান:
দেশের বিভিন্ন প্রান্তের সুনামধন্য বিদ্যালয় সমূহের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা ফেসবুকে এস্যাইনমেন্ট সমাধান করার জন্য নিয়মিত আলোচনা করে প্রয়োজনীয় সমস্যার সমাধান করে নিচ্ছে।
তুমিও যোগ দাও > ফেসবুক গ্রুপ (https://facebook.com/groups/banglanotice)
প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট তোমার ফেসবুক ওয়ালে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন এবং BanglaNotice.com নিয়মিত ভিজিট করুন।