১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে মাউশি’র নতুন সিদ্ধান্ত
দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে অধ্যায়নরত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা প্রদান বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৩০ ডিসেম্বর ২০২১ মহাপরিচালক প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে মাউশি’র নতুন সিদ্ধান্ত জানানো হয়।
মাধ্যমিক স্তরের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের একটি টিকা প্রদান সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সুরক্ষায় অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম এবং জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে মাউশি’র নতুন সিদ্ধান্ত সমৃদ্ধ বিজ্ঞপ্তিতে বলা হয়-
গত ২৯/১২/২০২১ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ জনাব মােঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধন তথ্যের ভিত্তি তে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ১৫ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলাে-
ক) আগামী ৬ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে যেসকল ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর তাদের পুনরায় নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিশ্চিত করবেন;
খ) আগামী ৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে ভ্যাকসিন গ্রহণযােগ্য সকল ছাত্র/ছাত্রীর প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা সিভিল সার্জন অফিসে | প্রেরণের বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ নিশ্চিত করবেন;
গ) ৮ – ১৫ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে টিকা প্রদানের জন্য নির্ধারিত দিনে ছাত্র/ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিশ্চিত করবেন।
২। বর্ণিত অবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল জেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তা, থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণ ১২ বছর হতে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে উপযুক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হলাে।
নিচের ছবিতে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে মাউশি’র নতুন সিদ্ধান্তটি দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।