সাধারণ ক্ষমার আওতায় কুয়েত প্রবাসীদের পাসপাের্ট প্রদানের জরুরী বিজ্ঞপ্তি
কুয়েত প্রতিনিধি: কুয়েত অবস্থানরত অবৈধ বাংলাদেশী প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় পাসপাের্ট প্রদানের জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েত বাংলাদেশ দূতাবাস; ০১ ডিসেম্বর ২০২০ সাধারণ ক্ষমার আওতায় কুয়েত প্রবাসীদের পাসপাের্ট প্রদানের জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সাধারণ ক্ষমার আওতায় কুয়েত প্রবাসীদের পাসপাের্ট প্রদানের জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়-
০১। কুয়েত প্রবাসী বাংলাদেশীদের জানানাে যাচ্ছে যে,
০১ ডিসেম্বর ২০২০ থেকে ৩০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কুয়েত সরকার কর্তৃক ঘােষিত সাধারণ ক্ষমার আওতায় যারা নির্ধারিত জরিমানা পরিশােধ করে দেশে চলে যেতে আগ্রহী,
তাদের মধ্যে যাদের নিকট বৈধ ডিজিটাল পাসপাের্ট আছে তাদেরকে ঐ পাসপাের্ট নিয়ে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে।
যাদের পাসপাের্ট নেই কিংবা পাসপাের্ট মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে,
তাদেরকে পরিচয় নিশ্চিতকরণের জন্য পুরনাে ডিজিটাল পাসপাের্টের কপি অথবা জাতীয় পরিচয়পত্রের কপি (যে কোন একটি) সহ প্রয়ােজন অনুযায়ী দূতাবাসে এসে ট্রাভেল পারমিট(আউট পাস) নেওয়ার জন্য অনুরােধ করা হলাে।
এ ধরণের আবেদনকারীগণকে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না করে এখনই ট্রাভেল পারমিটের জন্য দূতাবাসে ভিড় না করার জন্যও পরামর্শ দেয়া হলাে।
০২। বর্ণিত সাধারণ ক্ষমার আওতায় যারা নির্ধারিত জরিমানা পরিশােধ কবে নতুনভাবে আকামা লাগাতে আগ্রহী,
তাদের আকামা লাগানাের জন্য পাসপাের্টের প্রয়ােজন হবে বিধায় নিম্নোল্লিখিত শর্তানুযায়ী স্বরুরি ভিত্তিতে দূতাবাসে এসে পাসপাের্টের আবেদন জমা দেওয়ার জন্যও অনুরােধ করা হলাে।
শর্তাবলীঃ
(ক) যাদের ডিজিটাল পাসপাের্ট অথবা ডিজিটাল পাসপাের্টের কপি হাতে আছে, কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা ডিসেম্বর ২০২১ এর মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে,
তারা উক্ত পাসপাের্টের কপি দিয়ে আবেদন করতে পারবেন।
(খ) যাদের ডিজিটাল পাসপাের্ট পূর্বে ছিল কিন্তু বর্তমানে পাসপাের্ট হাতে নেই এবং কোন কপিও নেই তবে উক্ত ডিজিটাল পাসপাের্টের নম্বর লিখিত কোন কাগজ আছে,
তারা উক্ত নম্বরযুক্ত কাগজসহ দূতাবাসে যােগাযােগ করে আবেদন করতে পারবেন।
(গ) যাদের ডিজিটাল পাসপাের্ট করাই হয়নি, তাদের ২০০৮ সালের ৩১ ডিসেম্বর এর পরে ইস্যুকৃত ম্যানুয়াল (হাতে লেখা) পাসপাের্ট অথবা তার কপি থাকলে উক্ত পাসপাের্টের কপি দিয়ে আবেদন করতে পারবেন।
০৩। যেহেতু কেবল সাধারণ ক্ষমার আওতায় আকামা লাগানাের ক্ষেত্রে পাসপাের্ট সংক্রান্ত বিষয়ে সহযােগিতার জন্য দূতাবাস এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে,
তাই এ ধরণের আবেদন আগামী ১০ ডিসেম্বর ২০১০ তারিখের মধ্যে জমা দিতে হবে। ১০ ডিসেম্বরের পরে এরূপ কোন আবেদন গ্রহণ করা হবে না।
০৪। বর্ণিত শর্তাবলীর আলােকে আগ্রহী আবেদনকারীগণকে উল্লিখিত ১০ ডিসেম্বর, ২০২০ তারিখের মধ্যে প্রতি কর্ম দিবসে সকাল ৮.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত দূতাবাসে নির্ধারিত কাউন্টারে আবেদন জমা দেওয়ার জন্য অনুরােধ করা হলাে।
উক্ত সময় সীমার মধ্যে দাখিলকৃত আবেদনসমূহ দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন করে বিশেষ ব্যবস্থায় সাধারণ ক্ষমার নির্ধারিত সমযের মধ্যে পাসপাের্ট প্রস্তুত করে এনে বিতরণের জন্য দূতাবাস স্বরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
০৫। এ ব্যপারে সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশীদেরর সহযােগিতা একান্তভাবে কাম্য।
কুয়েতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের জন্য প্রকাশিত বিভিন্ন তথ্য ফেসবুক ওয়ালে পেতে Bangladesh Community in Kuwait পেইজটি Like & Follow করে রাখুন।
প্রবাসীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শের জন্য আমাদের প্রবাসী জানালা পেইজটি লাইক ও ফলো করে রাখুন।
আপনার জন্য আরও কিছু তথ্য:
কুয়েতের আরও খবর দেখুন-