সমস্যাযুক্ত ১৭৮ জন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীর নাম প্রকাশ – দিশিবো
সমস্যাযুক্ত ১৭৮ জন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। ০৯ ফেব্রুয়ারি দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের মধ্যে সমস্যাযুক্ত ১৭৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।
২০১৯-২০২০ (এসএসসি-২০২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের PROBLEM LIST প্রকাশ বিজ্ঞপ্তিতে বলা হয়-
এতদ্বারা অত্র শিক্ষা বাের্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে অনুমতি/মঞ্জুরী প্রাপ্ত সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/অধ্যক্ষগণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,
সংযুক্ত তালিকা মােতাবেক ২০২১ সালের অনুষ্ঠিতব্য এসএসসি (শিক্ষাবর্ষঃ২০১৯-২০২০) পরীক্ষার ON-LINE নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিবন্ধন problem list-এ ডুয়েল/মিসম্যাচ/পিআরভি/জন্ম তারিখসংশােধন/ইনভেলিড জেএসসি ইনফরমেশন/ফেইল থাকায় সংশ্লিষ্ঠ শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন নিশ্চিত করা সম্ভব হয়নি।
problem list মােতাবেক শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করণের জন্য জেএসসি পাশের মূল নম্বর পত্র, মূল নম্বর পত্রের (সত্যায়িত) ফটোকপি ও প্রতিষ্ঠান প্রধানের আবেদনসহ
আগামী ০৯/০২/২০২১ খ্রিঃ হতে ১৮/০২/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে অত্র শিক্ষা বাের্ডের বিদ্যালয় নিবন্ধন শাখায় জমা করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
সমস্যাযুক্ত ১৭৮ জন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীর নাম প্রকাশ – দিশিবো
তালিকা ও বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–